শিরোনাম
১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৩৫

ঝিনাইদহে কমছে মৃত্যু, বাড়ছে সুস্থতার হার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কমছে মৃত্যু, বাড়ছে সুস্থতার হার

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৭ জন। তবে সুস্থতার হার বেড়েছে। নতুন দুই জনসহ মোট জেলায় সুস্থ হয়েছে ৮৩৯৭ জন। 

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মোট মৃত্যুর ২৬৫ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদরে ২১৪, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৯, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭ ও মহশপুরে ৭ জন।

আজ রবিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ১৩৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৭ জনের পজেটিভ এসেছে। আক্রান্তের হার শতকরা ২০.৩০ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালা ৯,৩২২ জন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৭ ও আইসোলেশনে ৩ জন রয়েছে এবং উপজলাগুলোতে মোট ভর্তি ২০ জন। 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

সর্বশেষ খবর