"এল.পি. গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন" স্লোগানে গাজীপুরে বসুন্ধরা এল.পি. গ্যাসের উদ্যোগে এলপিজি বিপণন ব্যবহারে কাজে নিয়োজিত ব্যক্তিবর্গদের সচেতনতামূলক কর্মশালার "নিরাপদ কর্মস্থল" এর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এল.পি. গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধ ও গ্যাসের ব্যবহার বিষয়ক জনসচেতনতা সৃষ্টি ছিলো এ ক্যাম্পেইন এর লক্ষ্য।
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ব্যবহার কয়েক বছরে বেড়েছে বহুগুণ, সেই সাথে বেড়েছে এলপিজি বাজারজাতকরণ কোম্পানি ও ব্যবহৃত সিলিন্ডারের পরিমাণ। কিন্তু সেই সঙ্গে বেড়েছে ঝুঁকিও। সিলিন্ডারের মানহীনতার কারণে ঘন ঘন ঘটছে সিলিন্ডারের বিষ্ফোরণের ঘটনা, যাতে ঘটছে প্রাণহানি। বাসাবাড়ির পাশাপাশি হোটেল-রেঁস্তোরা, যানবাহনেও সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে, ফলে বর্তমানে সিলিন্ডার ব্যবহারের সংখ্যা প্রায় আড়াই কোটিতে পৌঁছেছে। ব্যবহারকারীদের সচেতনতাই কমাতে পারে প্রাণহানি ও প্রতিরোধ করতে পারে দুর্ঘটনা।
অনুষ্ঠানের প্রধান বক্তা মীর টি আই ফারুক রিজভী বলেন, এল.পি. গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর যথাযথ মান নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং পাশাপাশি ব্যবহারকারীদের সচেতন হতে হবে। বেশ কিছু কোম্পানির নিজস্ব রি-টেস্টিং ও পর্যাপ্ত মান নিয়ন্ত্রণের সু-ব্যবস্থা নেই। এ সুযোগে কোম্পানিগুলো স্বল্পমূল্যে নিম্নমানের সিলিন্ডার নিয়মিত বাজারজাত করে যাচ্ছে। তাই অবৈধ গ্যাস রিফিলিং রোধে কোম্পানি, ব্যবসায়ী ও ব্যবহারকারীদের এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। সঙ্গে এসকল মুনাফা লোভীদের বিপক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
করপোরেট দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে বসুন্ধরা এল.পি. গ্যাস দেশব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রচারণার "নিরাপদ নিবাস" এর পাশাপাশি নিরাপদ “কর্মস্থল কর্মশালার” আয়োজন করা হয়েছে বলে জনাব রিজভী উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে বিভিন্ন ধাপে পরীক্ষা ও নিরীক্ষার পর বাজারজাত করা হয়, ফলে এর সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করা হয়, যা অন্যান্য সাধারণ মানের সিলিন্ডার থেকে অনেক বেশি নির্ভরযোগ্য। তিনি এলপি গ্যাসের পরিচিতি, বৈশিষ্ট্য, নানা তথ্য-উপাত্ত, গ্যাসের চুলা ও বানিজ্যিক ব্যবহারে সাবধানতার কৌশল ইত্যাদি সচিত্র বিবরণী উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেড এম আহমেদ প্রিন্স (হেড অফ ডিভিশন, বিজনেস ডেভেলপমেন্ট, সেক্টর এ, বসুন্ধরা গ্রুপ), মোঃ আক্তারুজ্জামান (উপসকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুর) সহ আরো অনেকে।
পরে ‘বসুন্ধরা এল.পি. গ্যাসে ভরসা রাখুন, নিরাপদ থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন’ স্লোগান দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন