ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ‘এলজি লাইফ’স গুড প্রতিবন্ধী শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড বৃত্তি’ দিয়েছে বহুজাতিক দক্ষিণ কোরীয় কোম্পানি এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ। একাডেমিক পড়াশোনা ও পরীক্ষার ফলাফলে তাঁদের কৃতিত্বের জন্য এ বৃত্তি দেয়া হয়।
বুধবার এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন বিশেষভাবে সক্ষম ওই তিন ছাত্র-ছাত্রীর হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের (আইইআর) ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মালেক এবং এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স মাহমুদুল হাসান।
বৃত্তিপ্রাপ্তরা শিক্ষার্থীরা হলেন- ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শাহনাজ আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ইনমানূয়েল টিটু মন্ডল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বি.এড স্নাতক তাসলিমা সুলতানা মিতু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, “নানা সামাজিক ও শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চশিক্ষার দুয়ারে আসা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে যথাসাধ্য চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়। এ ধরণের বৃত্তি নি:সন্দেহে তাদের এগিয়ে যাওয়ার পথকে নি:সন্দেহে সুগম করবে এবং অনুপ্রাণিত করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন বলেন, “প্রতিবন্ধিতা কোনো প্রতিবন্ধতা নয়। এই শিক্ষার্থীদেরকে সহায়তা করা সমাজের দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। এলজির এই ট্রাস্ট ফান্ড বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা পালনের একটি অংশ।”
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন