নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বাজারে বিপুল পরিমান নাট, বোল্ট ও স্ক্রু সরবরাহ করেছে ওয়ালটন। ওয়ালটনের স্ক্রু আরএনডি (গবেষণা ও উন্নয়ন) বিভাগের প্রধান পৃথ্বিশ কুমার সাহা জানান, আন্তর্জাতিক মানের উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করে তৈরি হচ্ছে ওয়ালটনের নাট, বোল্ট ও স্ক্রু। এসব ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস উৎপাদনে ব্যবহৃত হচ্ছে ওয়্যার ড্রইং; স্ফের্যোডাইজিং অ্যানেলিং; পিকলিং, ফসফেটিং অ্যান্ড মেটাল সোপ ট্রিটমেন্ট; কোল্ড ফর্মিং; হিট ট্রিটমেন্ট অ্যান্ড ইলেকট্রপ্ল্যেটিং ইত্যাদি মেশিনারিজ। মান নিয়ন্ত্রণ বিভাগে যুক্তরাষ্ট্র ও জার্মান প্রযুক্তির ইক্যুইপমেন্ট দিয়ে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও জানান, ওয়ালটন কারখানায় তৈরি হচ্ছে বিভিন্ন সাইজের ফাসেনার (Fastener- যা দিয়ে বিভিন্ন অংশকে একত্রে আবদ্ধ করা হয়)। এর মধ্যে রয়েছে ২ থেকে ১০ মিলিমিটার ব্যাসের এবং ৫ থেকে ৭৫ মিলিমিটার দৈর্ঘ্যরে সেলফ ট্যাপিং ও সেলফ ড্রিলিং স্ক্রু, ৮.৮ ও ১০.৯ গ্রেডের হেক্সাগোনাল ও অ্যালেন বোল্ট; মেশিন স্ক্রু এবং হেক্সাগোনাল নাট। স্ক্রু এবং বোল্ট তৈরিতে ব্যবহার করা হচ্ছে উচ্চ গুণগতমানের বোরন মিশ্রিত ইস্পাত। অন্যদিকে কার্বন ইস্পাত দিয়ে তৈরি করা হচ্ছে নাট।
শতভাগ হিট ট্রিটমেন্টে তৈরি পণ্যের মান যাচাইয়ে ব্যবহার করা হচ্ছে স্টেরিও মাইক্রোস্কোপ, ম্যাটালার্জিক্যাল মাইক্রোস্কোপ ও মাইক্রো হার্ডনেস যন্ত্র। সূক্ষভাবে এসব ধাতব পণ্যের মান যাচাইয়ে মাইক্রোস্কোপে প্রায় ১ হাজার গুণ বড় করে স্ট্রাকচারাল টেস্ট করা হয়। অন্যদিকে মাইক্রো হার্ডনেস যন্ত্র দিয়ে হার্ডনেস মাপা হয়। কমপক্ষে ৯৬ ঘন্টা সল্ট স্প্রে টেস্টে উত্তীর্ণ ওয়ালটনের নাট-বোল্ট ও স্ক্রু’র মরিচারোধক ক্ষমতা তুলনামূলক অনেক বেশি।
ওয়ালটনের তথ্যমতে, তাদের ফ্রিজ, এলইডি টিভি, এসি, কম্প্রেসর, বিভিন্ন ধরণের ইলেকট্রিক ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, সুইচ-সকেট, এলইডি লাইট ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে নিজস্ব কারখানায় তৈরি নাট, বোল্ট ও স্ক্রু।
বিডি প্রতিদিন/ফারজানা