স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর উদ্যোগে 'শিল্প-শিক্ষায়তন সংযোগ উন্নয়ন' শীর্ষক বহুপর্বের বক্তৃতামালার আওতায় ‘শিল্প ও শিক্ষায়তনের মধ্যকার দক্ষতার পার্থক্য হ্রাসকরণ’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
গত ১৯ নভেম্বর ঢাকাস্থ স্কলার্স ইন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা। স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম. শাহজাহান মিনার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দেশের শিল্প ও ব্যবসায় খাত ক্রমশঃই সম্প্রসারিত হচ্ছে এবং সেক্ষেত্রে দক্ষ জনবলের চাহিদাও দিন দিন বাড়ছে। কিন্তু দক্ষ জনবলের সে চাহিদা পূরণে দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো কতটুকু সক্ষম, তা নিয়ে অহরহই প্রশ্ন উঠছে। আর সে গুরুত্বপূর্ণ প্রশ্নের যথার্থতা উপলব্দি করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ তার শিক্ষাদান কার্যক্রমে শিল্পের প্রকৃত চাহিদাকে সমন্বয় ও আত্মস্থকরণের অংশ হিসেবে শিল্পখাতের নেতৃত্বস্থানীয় অভিজ্ঞ ব্যক্তিবর্গের কাছ থেকে তাদের অভিজ্ঞতাভিত্তিক পরামর্শ ও মতামত গ্রহণের লক্ষ্যে এ বক্তৃতামালার আয়োজন করে। যার আওতায় শিল্প ও শিক্ষায়তনের মধ্যকার পার্থক্য হ্রাসকরণ’ বিষয়ের উপর আনিস উদ দৌলা বক্তব্য রাখেন।
আনিস উদ দৌলা তার বক্তব্যে বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে আগামী এক দশকের ব্যবধানে বিশ্বের প্রচলিত ধাচের প্রায় ৪০ শতাংশ পেশা বিলুপ্ত হয়ে যেতে পারে। তবে আশার কথা হচ্ছে, পাশাপাশি আবার নতুন কর্মেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় আধুনিক কর্মবাজারের চাহিদা পূরণ করতে হলে বিশ্ববিদ্যালয়ের উচিৎ হবে তাদের পাঠ্যক্রমকে শিল্পের চাহিদার সাথে সংগতি রেখে ঢেলে সাজানো।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, কার্যকর দক্ষতা ব্যতিত শুধুমাত্র সনদপত্র দিয়ে চাকরিবাজারের প্রতিযোগিতায় সফল হওয়া যাবে না। তিনি এসিআই-এর পক্ষ থেকে স্টেট ইউনিভার্সিটি’র সাথে আনুষ্ঠানিকভাবে কাজ করার কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক এম. শাহজাহান মিনা বলেন, স্টেট ইউনিভার্সিটি তার শিক্ষাদান কার্যক্রমের মানগত উন্নয়নের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে। তিনি এসইউবি’র পক্ষ থেকে শিল্প প্রতিষ্ঠানের সাথে নিবিড় যোগাযোগ গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।
সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন এসইউবি’র স্কুল অব পাবলিক হেলথ এর ডিন অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন এবং স্বাগত বক্তব্য রাখেন এসইউবি’র ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন