দেশের প্রথম ডোমেইন মার্কেটপ্লেস ‘ডুডিয়াস’ আয়োজনে অনুষ্ঠিত হল ‘মেক মানি উইথ ডোমেইন আফটার মার্কেট’। রাজধানী ঢাকার কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে সম্প্রতি এই আয়োজনে ৪০ জন অংশ নেবার সুযোগ পান।
ফেসবুকে একটি ইভেন্ট তৈরি করে অনুষ্ঠানটির জন্য ইচ্ছুক ব্যক্তিদের রেজিস্ট্রেশন নেয়া হয়। তাদের মধ্য থেকে অটো সিলেকশন প্রসেসের মাধ্যমে অংশগ্রহণকারীরা ডোমেইন মার্কেটপ্লেসে কেনাবেচার এই সভায় ডাক পান।
বক্তব্য রাখেন ডুডিয়াসের অপারেশনাল ম্যানেজার আরাফাত রিমন, জিওন বিডির সিইও কাজী নাজমুস সাকিব, ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের সিআইও মোস্তফা কামাল, ব্রেক বাইটের সিইও আসিফ আহনাফ, ব্রেক বাইটের সিএমও আহমেদ আদনান, ডোমেইন অকশন বাংলাদেশ (ড্যাব) ফেসবুক গ্রুপের অ্যাডমিন স্বাধীন খান এবং সোহাগ৩৬০ ইউটিউব চ্যানেলের ফাউন্ডার এবং ইউটিউবার সোহাগ মিয়া।
ডুডিয়াসের অপারেশনাল ম্যানেজার আরাফাত রিমন বলেন, ডোমেইন মার্কেটপ্লেস হলো সেই প্ল্যাটফর্ম যেখানে একজন ব্যক্তি তার কেনা ডোমেইনটি বিক্রয় করতে পারেন অথবা অন্যের ডোমেইন কিনতে পারেন। এ প্ল্যাটফর্মগুলোতে ডোমেইনের দাম তুলনামূলক বেশি থাকে। অন্যদিকে, ক্রেতা সহজেই তার পছন্দনীয় ব্র্যান্ড নামটি পেয়ে যাচ্ছে এই প্ল্যাটফর্মে। মূলত চাহিদাপূর্ণ নাম বা কিওয়ার্ডের গুরুত্বের ভিত্তিতে এই ডোমেইনের দাম নির্ধারিত হয়। ডুডিয়াস প্ল্যাটফর্মে কেউ চাইলে তার ডোমেইনটি নির্ধারিত দামে বিক্রয় করতে পারেন অথবা নিলাম পদ্ধতিতেও বিক্রয়ের সুবিধা রয়েছে। এ ছাড়াও ডুডিয়াস বিক্রেতা বা ক্রেতার জন্য পেমেন্ট নিরাপত্তা নিশ্চিত করে তাই ক্রেতা বা বিক্রেতা সাচ্ছন্দ্যের সঙ্গে তাদের কেনাবেচা সম্পন্ন করতে পারেন দেশীয় পেমেন্ট গেটওয়েগুলো ব্যবহার করে।
তিনি আরো বলেন, বহির্বিশ্বে এমন প্ল্যাটফর্ম থাকলেও বাংলাদেশের মানুষ তা সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হতো কেননা সেখান পেমেন্ট জটিলতাসহ গ্রাহককে বিভিন্ন নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হতো। কিন্তু ডুডিয়াস প্ল্যাটফর্মটি ডোমেইন কেনাবেচার সেবাটি দেশ-বিদেশ নির্বিশেষে সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত করার কারণে এখন অনেকেই ডোমেইন ব্যবসার জন্য আগ্রহী হচ্ছে। কেননা এই ক্ষুদ্র বিনিয়োগ কিছু সময়ের ব্যবধানেই হতে পারে বাড়তি আয়ের অন্যতম উৎস।
উল্লেখ্য, শিক্ষার্থী থেকে ব্যবসায়ী, চাকরিজীবিসহ বিভিন্ন বয়সের ব্যক্তি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা ডুডিয়াসে তাদের ডোমেইন লিস্ট করে বিক্রি করছেন নির্ধারিত মূল্যে। ইতিমধ্যে প্রায় এক হাজার ডোমেইন লিস্ট হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল