র্যাংগস ইমার্ট গুলশান-২ শোরুমে শুরু হয়েছে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল, চলবে ঈদ পর্যন্ত।
এতে হিটাচি ও ওয়ার্লপুল ব্র্যান্ডের আধুনিক ও এনার্জি-সাশ্রয়ী রেফ্রিজারেটর পাওয়া যাবে বিশেষ ছাড়, সহজ কিস্তি, এক্সচেঞ্জ অফার।
একই সঙ্গে থাকছে “বাই অ্যান্ড উইন” ক্যাম্পেইনের আওতায় রেফ্রিজারেটর, এসি ও নানা উপহার জেতার সুযোগ।
র্যাংগস ইমার্ট ও ওয়ার্লপুলের শীর্ষ কর্মকর্তারা জানান, ঈদে গ্রাহকদের কেনাকাটার আনন্দ বাড়াতেই এই আয়োজন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ