কুমিল্লার ১৬ উপজেলার তিন শতাধিক ঝুঁকিপূর্ণ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ও স্কুলের জরাজীর্ণ ছাদের নিচে ক্লাস করছে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সূত্র জানায়, সদর দক্ষিণ উপজেলার ৬৫টি, বুড়িচঙের ২৫টি, মেঘনায় ২২টি, ব্রাহ্মণপাড়ায় ৩৩টি, তিতাসে ৩টি, লাকসামে ১৩টি, নাঙ্গলকোটে ২৫টি, মুরাদনগরে ৪০টি, হোমনায় ২৯টি, দেবিদ্বারে ১৫টি, বরুড়ায় ৮টি, চান্দিনায় ২৪টি, চৌদ্দগ্রামের ৬টি স্কুল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সদর উপজেলায় ঝুঁকিপূর্ণ স্কুল থাকলেও তালিকা পাওয়া যায়নি। সরেজমিন গিয়ে দেখা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুন্দার ঘোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত নাজুক। ২০১৩ সালের ২৮ মার্চ স্কুলের ভিমের আস্তর খসে কয়েকজন শিক্ষার্থী আহত হলে সেখানে পাঠদান বন্ধ করে দেওয়া হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল জলিল বলেন, দুর্ঘটনার পর থেকে স্কুলের ভেতর পাঠদান বন্ধ করে খোলা আকাশের নিচে ক্লাস করানো হচ্ছে। আগে দুই শতাধিক শিক্ষার্থী ছিল, বসার পরিবেশ না থাকায় কমে ১১৮ জন হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, গ্রামের মানুষের চাঁদা নিয়ে অন্যের জায়গায় দুটি অস্থায়ী টিনের ঘর উঠানো হয়েছে। জরাজীর্ণ স্কুলের বারান্দা, টিনের ঘর আর খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। সদর দক্ষিণ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অর্জুন কুমার মণ্ডল বলেন, এ উপজেলার অধিকাংশ স্কুলের অবস্থা বেহাল। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন জানানো হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম বলেন, ঝরাজীর্ণ স্কুল গুলো পুনর্নির্মাণ ও মেরামতের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরে আবেদন জানানো হয়েছে। আশা করছি, পর্যায়ক্রমে স্কুলগুলো সমস্যা মুক্ত হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে