ঝালকাঠিতে তালগাছ কেটে ৫ শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংসের ঘটনায় করা মামলার প্রধান আসামি মোবারেক ফকিরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ঝালকাঠি সদরের পূর্ব গুয়াটন এলাকায় একটি তালগাছ কেটে ফেলা হয়। এতে গাছে থাকা ৫ শতাধিক পাখির ছানা মারা যায় এবং ডিম নষ্ট হয়ে যায়। পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।