চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহানাজ খাতুনের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সন্ন্যাসীকলা প্রেস ক্লাবের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্যসচিব খিজির হায়াত মোল্লা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, মহিলাদল নেত্রী বিউটি বেগম পপি, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, চরধরম গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেয়। এ ঘটনায় উসকানিদাতা বানিয়ে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। অবিলম্বে শাহনাজ খাতুনের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।