কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতা অনিকের হামলায় জমির উদ্দিন (৪৫) নামে জাতীয় সমাজতান্ত্রিক দলের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমিরের মৃত্যু হয়। নিহত জমির উদ্দিন ওই এলাকার আবদুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে উপজেলার আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক সংগঠনের কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমিরের ওপর হামলা চালান। গুরুতর অবস্থায় জমিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলাকাবাসী জানান, প্রায় দেড় বছর আগে অনিকের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দেন জমির উদ্দিন। ওই হামলার বদলা নিতেই এ হত্যাকাণ্ডের ঘটতে পারে। মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
জমিরকে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।