‘স্ত্রী, সন্তান নিয়া ঘরে ঘুমাইয়া ছিলাম, হঠাৎ করেই দেহি পানির শব্দ। ঘুম থেইক্যা জাইগ্যা দেহি নদীর মধ্যে ঘরবাড়ী’—এভাবেই বলছিল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমপি ডাংগী গ্রামের ওয়াছেল সিকদার। কয়েক মিনিটের ব্যবধানে নদীতে চলে গেছে তার বসত ঘরসহ কয়েকটি ঘর ও বেশকিছু গাছপালা। শুধু ওয়াছেল সিকদারই নয়, হঠাৎ করে তীব্র নদীভাঙনের কবলে পড়ে বসত ভিটা হারিয়েছেন অন্তত সাতটি পরিবার। স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ করেই তীব্র ভাঙন শুরু হয় এমপি ডাংগী গ্রামে। প্রায় আধা ঘণ্টার এ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দিশাহারা হয়ে পড়ে। কেউই বাড়ি-ঘরের মালপত্র সরিয়ে নিতে পারেননি। মুহূর্তের মধ্যে সবকিছু চলে যায় নদীগর্ভে। ভাঙনকবলে পড়ে অসহায় পরিবারগুলো আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে, কেউবা আশ্রয় নিয়েছেন রাস্তায়। মাথা গোঁজার একমাত্র অবলম্বন হারিয়ে একেবারেই দিশাহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। হঠাৎ করে পদ্মা নদীর রুদ্রমূর্তির শিকার হওয়া এমপি ডাংগীর বাসিন্দা মো. আমির আলী (৮৭) জানান, তিনি ১৯৪৮ সালে একবার এমন ভাঙন দেখেছি। আর এবার এমন ভাঙন দেখলাম। আরেক বাসিন্দা মো. রহিম জানান, রাত ১টার দিকে হঠাৎ করেই শুরু হয় ভাঙন। কয়েক মিনিটের ব্যবধানে বসতবাড়িসহ সবকিছু চলে গেল নদীতে। কোনো কিছুই সরিয়ে নিতে পারিনি। স্থানীয়রা জানান, হঠাৎ করে ভাঙনের কবলে পড়ে সাতটি পরিবারের বসতবাড়ি, গাছপালা, পাঁচ বিঘা ফসলি জমি, কয়েক মিটার নদীর তীররক্ষা বাঁধ বিলীন হয়েছে। চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন বলেন, হঠাৎ করে ভাঙনের কবলে পড়ে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে চরভদ্রাসনবাসী। পাউবোর কর্মকর্তা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, হঠাৎ করে নদীভাঙনের কবলে পড়া স্থানটি বালুর বস্তা ফেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিরোনাম
- বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- লালমাটিয়া এলাকায় তীব্র পানির সংকট
- নতুন মামলায় গ্রেফতার নাসা গ্রুপের নজরুল ও দেশ টিভির আরিফ
- দলগুলোকে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলল অন্তর্বর্তী সরকার
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট
- আগামী বছরেই পাকিস্তানের নৌবাহিনীতে দেখা যাবে চীনের সাবমেরিন
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯
- মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে : ডিএমটিসিএল পরিচালক
- মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি
- ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো
- সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল
- টানা ২২ দিন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড়ের গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি