‘স্ত্রী, সন্তান নিয়া ঘরে ঘুমাইয়া ছিলাম, হঠাৎ করেই দেহি পানির শব্দ। ঘুম থেইক্যা জাইগ্যা দেহি নদীর মধ্যে ঘরবাড়ী’—এভাবেই বলছিল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমপি ডাংগী গ্রামের ওয়াছেল সিকদার। কয়েক মিনিটের ব্যবধানে নদীতে চলে গেছে তার বসত ঘরসহ কয়েকটি ঘর ও বেশকিছু গাছপালা। শুধু ওয়াছেল সিকদারই নয়, হঠাৎ করে তীব্র নদীভাঙনের কবলে পড়ে বসত ভিটা হারিয়েছেন অন্তত সাতটি পরিবার। স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ করেই তীব্র ভাঙন শুরু হয় এমপি ডাংগী গ্রামে। প্রায় আধা ঘণ্টার এ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দিশাহারা হয়ে পড়ে। কেউই বাড়ি-ঘরের মালপত্র সরিয়ে নিতে পারেননি। মুহূর্তের মধ্যে সবকিছু চলে যায় নদীগর্ভে। ভাঙনকবলে পড়ে অসহায় পরিবারগুলো আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে, কেউবা আশ্রয় নিয়েছেন রাস্তায়। মাথা গোঁজার একমাত্র অবলম্বন হারিয়ে একেবারেই দিশাহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। হঠাৎ করে পদ্মা নদীর রুদ্রমূর্তির শিকার হওয়া এমপি ডাংগীর বাসিন্দা মো. আমির আলী (৮৭) জানান, তিনি ১৯৪৮ সালে একবার এমন ভাঙন দেখেছি। আর এবার এমন ভাঙন দেখলাম। আরেক বাসিন্দা মো. রহিম জানান, রাত ১টার দিকে হঠাৎ করেই শুরু হয় ভাঙন। কয়েক মিনিটের ব্যবধানে বসতবাড়িসহ সবকিছু চলে গেল নদীতে। কোনো কিছুই সরিয়ে নিতে পারিনি। স্থানীয়রা জানান, হঠাৎ করে ভাঙনের কবলে পড়ে সাতটি পরিবারের বসতবাড়ি, গাছপালা, পাঁচ বিঘা ফসলি জমি, কয়েক মিটার নদীর তীররক্ষা বাঁধ বিলীন হয়েছে। চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন বলেন, হঠাৎ করে ভাঙনের কবলে পড়ে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে চরভদ্রাসনবাসী। পাউবোর কর্মকর্তা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, হঠাৎ করে নদীভাঙনের কবলে পড়া স্থানটি বালুর বস্তা ফেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিরোনাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
‘ঘুম ভাঙতেই দেহি বাড়ি ঘর নদীর মধ্যে’
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর