‘স্ত্রী, সন্তান নিয়া ঘরে ঘুমাইয়া ছিলাম, হঠাৎ করেই দেহি পানির শব্দ। ঘুম থেইক্যা জাইগ্যা দেহি নদীর মধ্যে ঘরবাড়ী’—এভাবেই বলছিল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমপি ডাংগী গ্রামের ওয়াছেল সিকদার। কয়েক মিনিটের ব্যবধানে নদীতে চলে গেছে তার বসত ঘরসহ কয়েকটি ঘর ও বেশকিছু গাছপালা। শুধু ওয়াছেল সিকদারই নয়, হঠাৎ করে তীব্র নদীভাঙনের কবলে পড়ে বসত ভিটা হারিয়েছেন অন্তত সাতটি পরিবার। স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ করেই তীব্র ভাঙন শুরু হয় এমপি ডাংগী গ্রামে। প্রায় আধা ঘণ্টার এ ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দিশাহারা হয়ে পড়ে। কেউই বাড়ি-ঘরের মালপত্র সরিয়ে নিতে পারেননি। মুহূর্তের মধ্যে সবকিছু চলে যায় নদীগর্ভে। ভাঙনকবলে পড়ে অসহায় পরিবারগুলো আশ্রয় নিয়েছে স্বজনদের বাড়িতে, কেউবা আশ্রয় নিয়েছেন রাস্তায়। মাথা গোঁজার একমাত্র অবলম্বন হারিয়ে একেবারেই দিশাহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। হঠাৎ করে পদ্মা নদীর রুদ্রমূর্তির শিকার হওয়া এমপি ডাংগীর বাসিন্দা মো. আমির আলী (৮৭) জানান, তিনি ১৯৪৮ সালে একবার এমন ভাঙন দেখেছি। আর এবার এমন ভাঙন দেখলাম। আরেক বাসিন্দা মো. রহিম জানান, রাত ১টার দিকে হঠাৎ করেই শুরু হয় ভাঙন। কয়েক মিনিটের ব্যবধানে বসতবাড়িসহ সবকিছু চলে গেল নদীতে। কোনো কিছুই সরিয়ে নিতে পারিনি। স্থানীয়রা জানান, হঠাৎ করে ভাঙনের কবলে পড়ে সাতটি পরিবারের বসতবাড়ি, গাছপালা, পাঁচ বিঘা ফসলি জমি, কয়েক মিটার নদীর তীররক্ষা বাঁধ বিলীন হয়েছে। চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন বলেন, হঠাৎ করে ভাঙনের কবলে পড়ে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে চরভদ্রাসনবাসী। পাউবোর কর্মকর্তা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, হঠাৎ করে নদীভাঙনের কবলে পড়া স্থানটি বালুর বস্তা ফেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার