নিয়মিত ৬২টি ট্রেন চলাচলের কথা থাকলেও ইঞ্জিন (লোকোমোটিভ) ও চালক সংকটে লালমনিরহাটের ছয়টি সেকশনে চলাচলকারী ২০টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি ৪২টি চালানো হচ্ছে জোড়াতালি দিয়ে। ওই ৪২টি ট্রেনের জন্য কমপক্ষে ৩২টি ইঞ্জিন দরকার হলেও আছে মাত্র ১৮টি। এরমধ্যে ১৭টি মেয়াদোত্তীর্ণ। ২৫৪ পদের বিপরীতে চালক রয়েছেন ১৩১ জন। এ কারণে বর্তমানে চলাচলকারী ট্রেনগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সমস্যা সমাধানের জন্য চিঠি পাঠানো হলেও কোনো উদ্যোগ নিচ্ছে না রেল মন্ত্রণালয়। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা যায়, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের লালমনিরহাট ডিভিশনে ছয়টি সেকশনে ১২টি রুট রয়েছে। এগুলো হচ্ছে— লালমনিরহাট-বুড়িমারী, লালমনিরহাট-তিস্তা-রমনা বাজার, লালমনিরহাট-পার্বতীপুর, লালমনিরহাট-সান্তাহার, পার্বতীপুর-বিরল ও কাঞ্চন-পঞ্চগড়। সূচি অনুযায়ী এসব রুটে প্রতিদিন ২৪টি মেইল এক্সপ্রেস, ২৬টি লোকাল-মিক্সড এবং ১২টি আন্ত:নগর এক্সপ্রেস চলাচল করার কথা। কিন্তু চালক ও ইঞ্জিনের অভাবে ইতোমধ্যে ২০টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লালমনিরহাট রেল বিভাগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ৬২টি ইঞ্জিন প্রয়োজন। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র ৩২টি। এর মধ্যে মেরামত অযোগ্য হওয়ায় ছয়টি ইঞ্জিন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আটটি ট্রেন পরিচালনায় ‘অক্ষম’ হওয়ায় সেগুলো স্টেশনে শুধু শান্টিংয়ের কাজে ব্যবহার হচ্ছে। বাকি ১৮টি দিয়ে কোনো রকম চালানো হচ্ছে ৪২টি ট্রেন। লালমনিরহাট বিভাগীয় সহকারী পারসোনেল অফিসার সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাট রেল বিভাগের কাছে পরিত্যক্ত, অক্ষম ও সচল মিলিয়ে ৩২টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১৯৬১ সালে আমেরিকা থেকে ১১টি, কানাডা থেকে ১৯৬৯ সালে আটটি ও ১৯৭৮ সালে নয়টি, ১৯৮১ সালে হাঙ্গেরি থেকে তিনটি এবং সর্বশেষ ২০১৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে একটি। সাধারণত প্রতিটি ইঞ্জিনের ‘ইকোনমিক আয়ু’ ধরা হয় ২০ বছর। অথচ ১১টির বর্তমান বয়স ৫৫, আটটির ৪৭, নয়টির ৩৮, তিনটির ৩৫ বছর। লালমনিরহাট বিভাগীয় চিফ পাওয়ার (লোকোমোটিভ) কন্ট্রোলার আদম আলী জানান, এ বিভাগের কাছে থাকা আমেরিকার ১১টি ও হাঙ্গেরির তিনটি ইঞ্জিন ট্রেন পরিচালনার অনুপযোগী হয়ে পড়েছে। কানাডার ১৭টি ও দক্ষিণ কোরিয়ার একটি দিয়ে কোনো রকম ট্রেন চলছে। রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল হোসেইন বলেন, ‘লোকোমোটিভের জরুরি প্রয়োজন। বিষয়টি জানিয়ে নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠিও দিচ্ছি’।
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
৬২ ট্রেনের ২০টি বন্ধ, বাকিগুলো চলছে জোড়াতালি দিয়ে
লালমনিরহাট রেল বিভাগ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর