গৌরনদী ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশ নিলেও দুই উপজেলার কোনো কেন্দ্রে বিএনপির এজেন্ট কিংবা কোনো কর্মীর দেখা মেলেনি। অপরদিকে আওয়ামী লীগ কর্মীরা প্রতিটি কেন্দ্রে ছিলেন সক্রিয়। সকাল ৮টার আগেই ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও গৌরনদী উপজেলা সদরের পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোট পড়েছে সকাল ৮টা ২৫ মিনিটে। এর পর থেকে এক-দুজন ভোটার কেন্দ্রে আসেন। সকাল সাড়ে ৯টায় গিয়েও গৌরনদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাহিলাড়া এ.এন. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়নি ভোটারের লাইন। কোনো কোনো কেন্দ্রের সামনে অবস্থান নেওয়া আওয়ামী লীগ কর্মীরা গণমাধ্যম কর্মী দেখলেই লাইনে দাঁড়িয়ে পড়েন। তাদের অনেকের হাতেই অমোচনীয় কালি দেখা গেছে। ভোটগ্রহণ শেষে বিকালে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, দুই উপজেলায় ৬০ ভাগের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। রিটার্নিং কর্মকর্তা আব্দুল হালিম খানও দুই উপজেলায় প্রায় ৬০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন। যদিও দুই উপজেলার বেশকিছু কেন্দ্র ঘুরে ভোটারের লাইন চোখে পড়েনি। মোরেলগঞ্জে এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় আট ভোট : মোরেলগঞ্জ প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই ভোটার আসেননি। তেলিগাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে আটটি। এছাড়া পৌরসভার আ. আজিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ১১টি। বারইখালী হাজী ইব্রাহিম স্মৃতি দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্ট ছিল না : কুমিল্লা প্রতিনিধি জানান, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। অধিকাংশ কেন্দ্রে খুঁজে পাওয়া যায়নি বিএনপির এজেন্ট। বলরামপুর ও বিবির বাজার কেন্দ্রে জাল ভোট দেওয়ায় দুজনকে পাঁচ ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা খোরশেদ আলম। রাঙ্গাবালী পুনর্নির্বাচন দাবি : পটুয়াখালী প্রতিনিধি জানান, রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে পুনর্নির্বাচন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী জাহাঙ্গির হোসেন।
শিরোনাম
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
- জাতিসংঘ রেজল্যুশন-২২৩১ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা, ইরান-রাশিয়া-চীনের যৌথ চিঠি
- শুক্র-শনিবারেও আমদানিকৃত মালামাল খালাস হবে
- ষড়যন্ত্রকারীরা নয়, জয় হবে ঐক্যবদ্ধ জনগণের: ডা. জাহিদ হোসেন
- বগুড়ায় আগাম শীতকালিন সবজি চাষে স্বপ্ন বুনছেন কৃষক
- জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বিইউএফটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
- বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তের পর পরবর্তী পদক্ষেপ : পরিবেশ উপদেষ্টা
‘ভোটারবিহীন’ শান্তিপূর্ণ ভোট গৌরনদী ও বানারীপাড়ায়
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর