মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

‘ভোটারবিহীন’ শান্তিপূর্ণ ভোট গৌরনদী ও বানারীপাড়ায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদী ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশ নিলেও দুই উপজেলার কোনো কেন্দ্রে বিএনপির এজেন্ট কিংবা কোনো কর্মীর দেখা মেলেনি। অপরদিকে আওয়ামী লীগ কর্মীরা প্রতিটি কেন্দ্রে ছিলেন সক্রিয়। সকাল ৮টার আগেই ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও গৌরনদী উপজেলা সদরের পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ভোট পড়েছে সকাল ৮টা ২৫ মিনিটে। এর পর থেকে এক-দুজন ভোটার কেন্দ্রে আসেন। সকাল সাড়ে ৯টায় গিয়েও গৌরনদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাহিলাড়া এ.এন. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়নি ভোটারের লাইন। কোনো কোনো কেন্দ্রের সামনে অবস্থান নেওয়া আওয়ামী লীগ কর্মীরা গণমাধ্যম কর্মী দেখলেই লাইনে দাঁড়িয়ে পড়েন। তাদের অনেকের হাতেই অমোচনীয় কালি দেখা গেছে। ভোটগ্রহণ শেষে বিকালে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, দুই উপজেলায় ৬০ ভাগের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। রিটার্নিং কর্মকর্তা আব্দুল হালিম খানও দুই উপজেলায় প্রায় ৬০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন। যদিও দুই উপজেলার বেশকিছু কেন্দ্র ঘুরে ভোটারের লাইন চোখে পড়েনি।  মোরেলগঞ্জে এক কেন্দ্রে প্রথম ঘণ্টায় আট ভোট : মোরেলগঞ্জ প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই ভোটার আসেননি। তেলিগাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে আটটি। এছাড়া পৌরসভার আ. আজিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম ঘণ্টায় ভোট পড়েছে ১১টি। বারইখালী হাজী ইব্রাহিম স্মৃতি দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্ট ছিল না : কুমিল্লা প্রতিনিধি জানান, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। অধিকাংশ কেন্দ্রে খুঁজে পাওয়া যায়নি বিএনপির এজেন্ট। বলরামপুর ও বিবির বাজার কেন্দ্রে জাল ভোট দেওয়ায় দুজনকে পাঁচ ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা খোরশেদ আলম। রাঙ্গাবালী পুনর্নির্বাচন দাবি : পটুয়াখালী প্রতিনিধি জানান, রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে পুনর্নির্বাচন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী জাহাঙ্গির হোসেন।

সর্বশেষ খবর