সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সনদ জালিয়াতি

শিক্ষক কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি

শিক্ষাগত সনদ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের মামলায় নলছিটি উপজেলার ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু মো. শামীম আজাদ এ আদেশ দেন। মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ৫ জুলাই। আদালত সূত্রে জানা গেছে, ভুয়া সনদের অভিযোগে গত ১০ বছর ধরে রুহুল আমিনের এমপিও স্থগিত রয়েছে। জানা গেছে, জাল সনদে শিক্ষকতা, প্রতারণা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১১ সালের ২৬ জুন প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। পরে তদন্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর