রংপুরে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে অপচিকিৎসার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গত আট মাসে অপচিকিৎসায় তিন শিশুসহ চার রোগীর মৃত্যু হয়েছে। এ সব ব্যাপারে মামলা হয়েছে। কিন্তু সংশ্লিষ্টরা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। আবার মামলা করায় ধর্মঘট ডেকে মানুষকে ভোগান্তিতে ফেলেন ক্লিনিক মালিক ও চিকিৎসকরা। রংপুরের সিভিল সার্জনের কার্যালয় ও রংপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে রংপুর আধুনিক হাসপাতালে অস্ত্রোপচারের পর অবহেলায় নাসিমা বেগম (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়। গত ২ জুলাই মেডিকেল মোড় এলাকায় সেন্ট্রাল ক্লিনিকে টনসিলে অস্ত্রোপচারের সময় মারা যায় ছয় বছর বয়সী সিয়াম। ২৪ এপ্রিল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জনসেবা ক্লিনিকে হার্নিয়া অস্ত্রোপচারের পর মারা যায় চার বছর বয়সী বাবু মিয়া। গত বছরের ৭ ডিসেম্বর নগরীর আর কে রোড ইসলামবাগ এলাকায় ভিআইপি জেনারেল হাসপাতালে অ্যাবডোমিনাল হার্নিয়া রোগে আক্রান্ত আড়াই বছর বয়সী শিশু মিফতা জাহান অস্ত্রোপচারের সময় মারা যায়। এসব ব্যাপারে রংপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার মারুফ ইলাহী বলেন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছেন। রংপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান কোয়েল বলেন, অপচিকিৎসা বেশি হচ্ছে অনুমোদনহীন ক্লিনিক ও হাসপাতালগুলোতে। জেলা বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটির সদস্য সচিব রংপুরের সিভিল সার্জন বলেন, রংপুরে বেসরকারি পর্যায়ে গড়ে ওঠা অবৈধ ক্লিনিক ও হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার নামে অরাজকতা চলছে। কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া বলেন, চিকিৎসকদের ধরলেই চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। তখন বৃহৎ জনগোষ্ঠী ভোগান্তিতে পড়ে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
অপচিকিৎসায় রোগীর মৃত্যু হলেও সাজা হয় না দায়ীদের
শাহজাদা মিয়া আজাদ, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর