সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরগুনা ও কোটালীপাড়া মুক্ত দিবস আজ

প্রতিদিন ডেস্ক

১৯৭১ সালের ৩ ডিসেম্বর বরগুনা ও গোপালগঞ্জের কোটালিপাড়া হানাদার ও রাজাকারমুক্ত হয়। প্রতিনিধিদের            পাঠানো খবর—

গোপালগঞ্জ : ৭১ সালে ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার কাকডাঙ্গা রাজাকার ক্যাম্পে মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে ক্যাম্পটি দখল করে নেয়। রাজাকার ক্যাম্পের সদস্যরা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পন করেন। এরই মধ্যে দিয়ে কোটালীপাড়া উপজেলা হানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলার টুপরিয়া গ্রামে অবস্থিত হেমায়েত বাহিনী স্মৃতি যাদুঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে হেমায়েত বাহিনী।

বরগুনা : ৭১ সালের ৩ ডিসেম্বর বরগুনা হানাদার ও রাজাকার মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা আব্দুস ছত্তারের নেতৃত্বে ২১ জন মুক্তিযোদ্ধা ৫টি গ্রুপে বিভক্ত হয়ে থানা, ওয়ারলেচ অফিস, জেলখানা, এসডিওর বাসা, ও ট্রেজারি দখলে নেয়। দিবসটি উপলক্ষে আজ শিশু সংগঠন খেলাঘর, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।

সর্বশেষ খবর