Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১৫ জানুয়ারি, ২০১৯ ০১:২৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু

নোয়াখালী কবির হাঁটের ফলহারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সালাহ উদ্দিন (৪৫) ও তার ছেলে সৌরভ (১৩)। সৌরভ স্থানীয় করম বক্স উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

কবিরহাট থানার ওসি জানান, রাত ৮টার দিকে সালাহ উদ্দিন পুকুর ঘাটে বিদ্যুতের খুঁটির টানা তার ধরে পা  ধোয়ার জন্য গেলে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান। এ সময় একমাত্র ছেলে সৌরভ তাকে বাঁচাতে এসে সেও বিদ্যুতায়িত হয়। পল্লী বিদ্যুতের কবির হাট জোনের ডিজিএম গোপাল চন্দ্র শীব জানান, এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মন্তব্য