বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

৩৬০০ টাকার জামা ১৬০০

ফরিদপুর প্রতিনিধি

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য দোকানে ঢোকার সঙ্গে সঙ্গেই তিন হাজার ৬০০ টাকার জামা হয়ে গেল ১৬০০। এ সময় ওই দোকানে উপস্থিত তিন নারী ক্রেতা ১৬০০ টাকা দিয়ে তাদের পছন্দের জামা কিনে নেন। আর বলতে থাকেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকা উচিত। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে। এ সময় মূল্যে তালিকা না টানানো এবং পণ্যের ভাউচার দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করে স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর