শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কলেজের সামনে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত

শিক্ষার্থীদের ক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি

কলেজের সামনে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত

রাস্তা প্রশস্তকরণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও সিরাজগঞ্জ পৌরসভা মার্কেট নির্মাণের পাঁয়তারা করায় সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র-ছাত্রী-শিক্ষকসহ স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, কলেজের সামনে বহুতল মার্কেট নির্মাণ করা হলে ছাত্র-ছাত্রীদের চলাচল অসুবিধাসহ প্রায় শতাধিক বসতভিটা বিল্ডিংয়ের পিছনে পড়ে অবরুদ্ধ হয়ে পড়বে। এ অবস্থায় মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে জানিয়েছেন স্থানীয়রা। জানা যায়, সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের উত্তরগেট দিয়ে চলাচলের রাস্তাটি অত্যন্ত সরু। সরু রাস্তা দিয়ে ওই এলাকার চারটি কলেজ, একটি মাদ্রসা ও শিক্ষক প্রশিক্ষন কেন্দ্রসহ প্রায় ১৫টি সরকারী প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও স্থানীয়রা চলাচল করেন। চলাচলে অসুবিধার কারণে বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে পৌরসভা রাস্তাটি প্রশস্তকরনের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু উচ্ছেদ করার পর পৌর কর্তৃকক্ষ রাস্তা প্রশস্ত না করে উল্টো কলেজের মূল গেটের সামনে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। পৌরসভার সহকারী প্রকৌশলী জানান, মার্কেটের জন্য বরাদ্দ ও টেন্ডার হয়েছে। বিল্ডিং নির্মাণ করলে যাতে মানুষের অসুবিধা হয় সেটি আমাদেরও কাম্য নয়। তবে সব বিষয়ে মেয়র সিদ্ধান্ত নিবেন।

তিনি যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করব।

সর্বশেষ খবর