বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নকল দুধ তৈরির কারখানা সিলগালা, জরিমানা

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ লাখ টাকা জরিমানা, ১০ জনকে বিভিন্ন মেয়াদে করাদ- দেওয়া হয়েছে।

র‌্যাবের দাবি, স্কীম পাউডার, লবণ, সোডিয়াম, পানি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে নকল তরল দুধ এবং দই উৎপাদন করে ‘ডেইরি ফ্রেশ’ ব্যান্ডে বাজারজাত করা হতো। বুধবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার পুরিন্দা বাজারের ‘বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুড লিমিটেড’ নামে প্রতিষ্ঠানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহযোগিতায় ছিলেন র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী। আটক করা হয়, প্রতিষ্ঠানের এমডি আবুল কালাম আজাদ, জিএম আমিনুল ইসলাম, ডিজিএম আব্দুল আজিজ, শ্রমিক সফর আলী, নয়ন, আরিফুল ইসলাম, আবুল কালাম, হায়দার আলী, আতিক মিয়া ও রিফাদ আহমেদ। এর মধ্যে ৬ জনকে ২ বছর করে ও ৪ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।

 একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করার আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

সর্বশেষ খবর