শিরোনাম
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জ ও নওগাঁ প্রতিনিধি

তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নওগাঁয় উচ্ছেদ অভিযান -বাংলাদেশ প্রতিদিন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেলওয়ের ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার জামতৈল রেলস্টেশন এলাকায় গতকাল ভ্রাম্যমাণ আদালত দিনভর উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন পাকশী রেলওয়ের ডিভিশনাল অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান। এতে কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত, পাকশী রেলওয়ের সহকারী ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম, মাঠ কানুনগো শরিফুল ইসলামসহ রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকশী রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২৭ হাজার একর জমির মধ্যে আড়াই হাজার একরে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব জায়গা দখলমুক্ত করে নিজস্ব সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান। এদিকে নওগাঁর মান্দায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। উপজেলার সাবাইহাট থেকে গতকাল এ অভিযান শুরু হয়। উচ্ছেদ করা হয় শতাধিক স্থাপনা। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব ও নির্বাহী হাকিম মাহবুবুর রহমান ফারুকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, মান্দার ইউএনও (ভারপ্রাপ্ত) এস এম হাবিবুল হাসান, ওসি মোজাফফর হোসেন প্রমুখ। সওজ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিভিন্ন স্থানে সওজের জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলেন প্রভাবশালী ব্যক্তিরা।

গত বছর রাজশাহী ও নওগাঁ মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু হলে সওজের উদ্যোগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রায় এক বছরের ব্যবধানে আবার অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। নওহাটা মোড় পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানানো হয়।

সর্বশেষ খবর