সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
কর্মশালায় বক্তারা

দেশে ফিস্টুলা রোগী ২০ হাজার

দিনাজপুর প্রতিনিধি

নারীর জনন অঙ্গে ফিস্টুলা প্রতিরোধ, নির্মূল এবং পুনর্বাসনের ওপর পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে কর্মশালা হয়েছে। হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে গতকাল সকালে কর্মশালা উদ্বোধন করেন রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ। অংশগ্রহণকারী ডাক্তাররা বলেন, ‘ফিস্টুলা হলো মাসিকের রাস্তার সঙ্গে মূত্রথলি অথবা মলাশয়ের এক বা একাধিক অস্বাভাবিক ছিদ্র হয়ে যুক্ত হওয়া। এর ফলে মাসিকের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকে। ফিস্টুলা আক্রান্ত রোগীর জীবন দুর্বিষহ। এতে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্বের সৃষ্টি হয়।’ তারা আরও বলেন, বিলম্বিত প্রসব বা বাধাগ্রস্ত প্রসব, বাল্যবিয়ে এবং কম বয়সে বাচ্চা নেওয়া, জরুরি প্রসূতি সেবার অভাব, তলপেট বা জরায়ুতে অপারেশন, অদক্ষ ধাত্রী, আত্মীয় অথবা প্রতিবেশীর মাধ্যমে ডেলিভারি করানো এবং সচেতনতার অভাবে ফিস্টুলা হয়ে থাকে।’ কর্মশালায় তুলে ধরা হয়, বর্তমানে বাংলাদেশে ফিস্টুলা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২০ হাজার। এর সঙ্গে প্রতি বছর প্রায় দুই হাজার নারী নতুন করে ফিস্টুলায় আক্রান্ত হচ্ছেন।

ল্যাম্ব হাসপাতালের নির্বাহী পরিচালক কাইল স্কটের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বাংলাদেশ বিষয়ক প্রতিনিধি ডা. অনিমেষ বিশ্বাস। অংশ নেন রংপুর বিভাগের আট জেলার সিভিল সার্জন, বিভিন্ন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও হাসপাতালের বিভাগীয় প্রধানরা।

সর্বশেষ খবর