শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঝিনাইদহে নির্মিত হচ্ছে সাত মডেল মসজিদ

ঝিনাইদহ প্রতিনিধি

ছয়টি উপজেলায় সাতটি মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। এসব মসজিদের নির্মাণ ব্যয় ধরা হয়েছে  প্রায় ৮৫ কোটি টাকা। বাকিগুলোর নির্মাণ অতিদ্রুতই শুরু হবে। নির্মাণ কাজ চলছে ঝিনাইদহের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার ইবনে সাঈখের সরাসরি তদারকিতে।

নির্বাহী প্রকৌশলী বলেন, পেশাগত দক্ষতাসমৃদ্ধ সেবা ও নিরলস প্রচেষ্টায় এগিয়ে চলছে ঝিনাইদহ গণপূর্ত অধিদপ্তর। অন্যান্য সংশ্লিষ্ট সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গড়ে তোলা হয়েছে পেশাভিত্তিক সখ্যতা। এর আগে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের অধীনে ঠিকাদারী কাজে ঘাপলা  দেখা দিলে তিনি ত্বরিত পদক্ষেপ নেন এবং দৃঢ়তার সঙ্গে সমস্যার সমাধান করেছে। নির্বাহী প্রকৌশলী জানান, ২০১৭ সালে তার ওই পদে যোগাদানের পর থেকে কাজের গতি বাড়াতে অফিসিয়াল বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। মেগা প্রকল্পগুলোর গতি ক্রমেই বেড়েই চলেছে। ঝিনাইদহ সদর হাসপাতালে ২৫০ শয্যা চালুর জন্য ১০ তলা ভবন নির্মাণ করা হয়েছে। খুব তাড়াতাড়ি হাসপাতালটি উন্মুক্ত হবে। সাতটি নান্দনিক মসজিদের কাজ হাতে নেওয়া হয়েছে। মসজিদগুলো নির্মাণ হলে ধর্মপ্রাণ মুসলমানরা খুশি হবেন বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর