বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুর্নীতি জানিয়ে বিপাকে বিএডিসির কর্মকর্তা

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুর উপজেলায় কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতাধীন দত্তনগর কৃষি খামারের ৪ উপ-পরিচালকের দুর্নীতি ধরিয়ে দিয়ে বিপাকে আছেন বলে অভিযোগ করেছেন উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল কাদের। গত আগস্টে যশোর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রোগ্রামবহির্ভূত প্রায় ৫ কোটি টাকার বীজ সংরক্ষণ করে রাখা হয়। জড়িত অভিযোগে দত্তনগর কৃষি খামারের গোকুলনগর ইউনিটের উপ-পরিচালক তপন কুমার সাহা, করিঞ্চা খামারের উপ-পরিচালক ইন্দ্রজিৎ চন্দ্র শীল, পাথিলা কৃষি খামারের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার এবং যশোর বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের উপ-পরিচালক মো. আমিন উল্লা বকুলকে বরখাস্ত করা হয়। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালিয়ে চোরাই বীজ জব্দ করে।

এদিকে ডিএডি আবদুল কাদেরকে গত দুই মাসের ব্যবধানে দুই দফা বদলি করা হয়েছে। বর্তমানে হবিগঞ্জে তাকে বদলি করায় তিনি আতঙ্কে আছেন। কারণ সেখানে বরখাস্তকৃত উপ-পরিচালক মো. আমিন উল্লা বকুলের বাড়ি।

সর্বশেষ খবর