শিরোনাম
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভুল্লী নদী এখন সবুজের খেত

দিনাজপুর প্রতিনিধি

ভুল্লী নদী এখন সবুজের খেত

দিনাজপুরের খানসামা উপজেলায় বহমান ভুল্লী নদী এখন সবুজের খেত। নদীটি এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। যে কেউ দেখলে এটা যে নদী তা বিশ্বাস করতে চায় না। কারণ পানি না থাকায় নদীর বুকজুড়ে রয়েছে বিভিন্ন ফসলের চাষ। বর্ষার ভরা মৌসুম ছাড়া এই নদীতে পানি থাকে না। বছরের প্রায় সময়ই এই নদীতেই চলে ধান, আলু, রসুন ও শীতকালীন ফসলসহ বিভিন্ন চাষাবাদ। এলাকাবাসী জানান, বহমান নদীটি বর্তমানে বছরের অধিকাংশ সময় শুকনো থাকে। তাই এই নদীতে প্রায় সময়ই চলে চাষাবাদ।  নদীতে পানি না থাকায় দেখা দিয়েছে দেশি মাছের অভাব। মাছ শিকার করতে না পেরে জীবিকা নির্বাহ করতে অন্য পেশা বেছে নিয়েছে জেলে পরিবারগুলো। নদীর মাঝে কিছু অংশে পানি থাকলেও বর্তমানে বেশীরভাগই সমতল ভূমিতে পরিণত হয়েছে।

আব্দুস সালাম, রকিসহ কয়েকজন এলাকাবাসী জানান, নদীতে এখন পানি না থাকায় জেলেরা তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আবার কেউ কেউ অন্যত্র চলে গেছে। অভাব দেখা দিয়েছে দেশি মাছের। শুকনো মৌসুমে কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না।  খানসামার ভেড়ভেড়ী ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুল হক জানান, দিন দিন নদীর চেহারা হারিয়ে সমতল ভূমিতে পরিণত হয়েছে। এতে দেশি প্রজাতির মাছ হারানোর পাশাপাশি জেলেরা বেকার হয়ে পড়ছেন। নদীটি খনন করা হলে এই এলাকার কৃষিকাজের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রক্ষা পাবে। বিষয়টি নদী খননের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর