শীতের মধ্যে মেঘলা আবহাওয়া আর ঘন কুয়াশায় দিনাজপুরের কাহারোল, চিরিরবন্দর, খানসামাসহ কয়েক উপজেলার বিভিন্ন এলাকায় আলু খেতে পচন (লেটব্রাইট) রোগ দেখা দিয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছে কৃষক। তাই লোকসান কাটিয়ে উঠতে অনেক কৃষকই অপরিপক্ব আলু তুলে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কৃষকদের অভিযোগ, কৃষি কর্মকর্তারা সঠিক সময়ে পরামর্শ না দেয়াতে এমন অবস্থা। সেভাবে পরামর্শ না পেয়ে কৃষকদের অনেকে নির্ভর করছে কীটনাশক দোকানদারদের উপরে। স্প্রে করেও প্রতিকার না পেয়ে দিশাহারা কৃষক। তবে কৃষি বিভাগ বলছে, পরামর্শ নিয়ে কাজ করলে কৃষকরা লেটব্রাইট রোগ প্রতিরোধে ভালো ভূমিকা রাখতে পারবেন। কৃষকরা বলছেন, আলু বীজ রোপণের সময় জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ করেছে কৃষক। কিন্তু হঠাৎ করে আলু খেতে লেটব্রাইট (পচন) রোগ আক্রমণ করেছে। ফলে ভালো উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। অতিরিক্ত অর্থ ব্যয় করে কীটনাশক প্রয়োগের মাধ্যমে খেত রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কাহারোলের হাটীয়ারি গ্রামের কৃষক অতুল চন্দ্র রায় জানান, আলু খেতে লেটব্রাইট (পচন) রোগ দেখা দিয়েছে। বাজারে দোকানিরা যে কীটনাশক দেন সেটাই প্রয়োগ করেছি। কিন্তু ভালো ফল পাওয়া যাচ্ছে না। চিরিরবন্দরের আলু চাষি ফজলুর রহমান মাস্টার বলেন, লাভের আশায় আলু ও টমেটো রোপণ করেছি। গাছও ভালো হয়েছে। কিন্তু গত কয়েকদিন শীতের প্রকোপ ও কুয়াশার কারণে খেত নিয়ে চিন্তিত আছি। দিনাজপুরে এবারে ৪৩ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এই জেলার উৎপাদিত আলু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কাহারোল উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় বলেন, পচন রোগের জন্য রিডোমিল গোল্ড ও সিকিউর নামে কীটনাশক খেতে প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল জানান, উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করলে কৃষকরা লেটব্রাইট রোগ প্রতিরোধে ভালো ভূমিকা রাখতে পারবেন।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
আলু খেতে পচন রোগ দিশাহারা কৃষক
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর