শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
পাখির জন্য ভালোবাসা

শিকারিকে ধরিয়ে দিলেই শীতবস্ত্র পুরস্কার

নাটোর প্রতিনিধি

শিকারিকে ধরিয়ে দিলেই শীতবস্ত্র পুরস্কার

বসন্তবরণ ও ভালোবাসা দিবসে চলনবিলের জীববৈচিত্র্য ও পাখি রক্ষায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন স্থানীয় পরিবেশকর্মীরা। এ শীতে চলনবিলের পাখি শিকারিকে ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে একটি শীতবস্ত্র (কম্বল) দেওয়া হচ্ছে। বিলের প্রকৃতি ও পাখি বাঁচাতে এ যেন এক অন্য রকম ভালোবাসা। গতকাল কাক-ভোর থেকেই পাখি শিকারিদের ধরতে চলনবিলের জোড়মল্লিকা, খরমকুড়ি, শাহবাজপুর ও ভাগনাগরকান্দি বিলে অভিযান পরিচালনা করেন পরিবেশকর্মীরা। এ সময় বিলের প্রকৃতি ও পাখি রক্ষায় ব্যাপক প্রচারের পাশাপাশি এ শীতে পাখি শিকারিদের ধরিয়ে দিলেই পুরস্কার হিসেবে একটি শীতবস্ত্র (কম্বল) দেওয়ার ঘোষণা দেওয়া ও বিলপাড়ের মানুষদের সচেতন করতে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আখতারুজ্জামান, মো. সাইফুল ইসলাম, প্রভাষক হারুন অর রশিদ, আবদুল্লাহ আল মামুন, মনোয়ার সুলতান, মহসিন আলম, তাইফুর রহমান, সাংবাদিক আবদুর রশিদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর