বগুড়ার ধুনট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বেশ জোরেসরে চলছে আলোচনা। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে চলছে প্রস্তুতি। ধুনট পৌরসভার একটানা দ্বিতীয়বারের নির্বাচিত মেয়র এজিএম বাদশাহ্। তিনি দীর্ঘদিন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে ধুনট পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তিনি। ২০১৫ সালে ধুনট পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে আবারও মেয়র নির্বাচিত হন। এদিকে দলীয় মনোনয়ন পেতে মাঠ গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম রেজা। টিআইএম নূরুন্নবী তারিক দীর্ঘ সময় ধরে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ২০০৯ সালে ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। এবার তিনি ধুনট পৌরসভার মেয়র পদে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। মাঠে নেমেছেন রেজাউল করিম রেজাও। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান গত নির্বাচনে পরাজিত হওয়ার পর এবারও প্রার্থী হতে মাঠে নেমেছেন। অপরদিকে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেবে বিএনপি। তবে সম্প্রতি ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারেনি দলটি। তবে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী দিতে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করছে বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ খান, ধুনট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়মুল আলম তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন ও যুবদল নেতা সাবেক কাউন্সিলর লিটন আহমেদ। ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী জানান, ডিসেম্বরের মধ্যেই ধুনট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধুনট পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৬৯১ জন। তন্মধ্যে পুরুষ ভোট ৫ হাজার ৭০২ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৯৮৯ জন।
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
বড় দলে চলছে প্রস্তুতি
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর