বগুড়ার ধুনট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বেশ জোরেসরে চলছে আলোচনা। বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে চলছে প্রস্তুতি। ধুনট পৌরসভার একটানা দ্বিতীয়বারের নির্বাচিত মেয়র এজিএম বাদশাহ্। তিনি দীর্ঘদিন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে ধুনট পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তিনি। ২০১৫ সালে ধুনট পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে আবারও মেয়র নির্বাচিত হন। এদিকে দলীয় মনোনয়ন পেতে মাঠ গোছাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম রেজা। টিআইএম নূরুন্নবী তারিক দীর্ঘ সময় ধরে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ২০০৯ সালে ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। এবার তিনি ধুনট পৌরসভার মেয়র পদে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। মাঠে নেমেছেন রেজাউল করিম রেজাও। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান গত নির্বাচনে পরাজিত হওয়ার পর এবারও প্রার্থী হতে মাঠে নেমেছেন। অপরদিকে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেবে বিএনপি। তবে সম্প্রতি ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারেনি দলটি। তবে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী দিতে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করছে বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ খান, ধুনট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়মুল আলম তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন ও যুবদল নেতা সাবেক কাউন্সিলর লিটন আহমেদ। ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী জানান, ডিসেম্বরের মধ্যেই ধুনট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধুনট পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৬৯১ জন। তন্মধ্যে পুরুষ ভোট ৫ হাজার ৭০২ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৯৮৯ জন।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে