কুমিল্লার লালমাইয়ে দুটি রেলস্টেশন থাকলেও সেবা বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। রেল সেবার জন্য লালমাইবাসীকে কুমিল্লা বা লাকসাম জংশনের ওপর নির্ভর করতে হয়। এলাকাবাসী জানায়, লালমাই উপজেলায় ‘লালমাই’ ও ‘আলীশহর’ নামে দুটি রেলস্টেশন রয়েছে। এরপরও ট্রেনের সুবিধা পায় না এখানকার লোকজন। লালমাইয়ে যাত্রাবিরতি নেই রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের কোনো আন্তঃনগর ট্রেনের। আন্তঃনগর ট্রেনে ঢাকা এবং চট্টগ্রামে যাতায়াতের জন্য লালমাইবাসীকে কুমিল্লা বা লাকসাম জংশনের ওপর নির্ভর করতে হয়। জানা যায়, লালমাই স্টেশনে একজন স্টেশন মাস্টার, দুজন সহকারী স্টেশন মাস্টারসহ ১৫ জন স্টাফ রয়েছে। এরপরও এখান থেকে ট্রেনে যাত্রী এবং পণ্য ওঠা-নামা করা যাচ্ছে না। এলাকাবাসী লালমাই স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান। এতে বরুড়া উপজেলা, সদর দক্ষিণ উপজেলা এবং চাঁদপুর জেলার একাংশ উপকৃত হবেন বলে তারা জানান। পাশাপাশি বাড়বে রেলের আয়। আলীশহর স্টেশন দীর্ঘদিন বন্ধ থাকায় এখানকার মানুষও ট্রেনসুবিধা সেবা পুরোপুরি বঞ্চিত। লালমাই রেলস্টেশনে চট্টগ্রামগামী দুটি মেইল ট্রেন ডাউন ট্রিপে যাত্রাবিরতি দেয়। কিন্তু এর নির্ধারিত কোনো শিডিউল না থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আর কুমিল্লা থেকে চাঁদপুর ও নোয়াখালীগামী ডেমু কমিউটার এখানে যাত্রাবিরতি করলেও এ দুটি ট্রেন নিয়মিত চলাচল করে না। এলাকাবাসী লালমাই উপজেলার এ দুটি স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান। রেলের পূর্বাঞ্চলের এডিজি (অপারেশন) মিয়া জাহান বলেন, ডবল লাইন চালু হলে এবং ট্রেন সংখ্যা বাড়লে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি হতে পারে।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
লালমাইয়ে রেলস্টেশন থাকলেও সেবা নেই
লালমাই প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর