চাঁদপুর সদর উপজেলার দুটি খাল দখল করে গড়ে উঠছে বহুতল ভবন ও মার্কেট। খাল দুটিতে ফেলা হচ্ছে আশপাশের বাজারের ময়লা-আবর্জনা। অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে ব্রিজ। এ সব কারণে পানি প্রবাহ ব্যাহত হওয়ায় দিন দিন এই খাল দুটি মরাখালে পরিণত হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল দুটি রক্ষায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগে লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন উচ্ছেদ অভিযানও চালায়। কিন্তু কিছুদিন যেতেই পুনরায় গড়ে তোলা হয় স্থাপনা। অভিযোগ আছে, বাবুরহাটের মতলব রোডে খালের ওপর সরকারি ব্রিজের রেলিং ঘেঁষে তৈরি করা হয়েছে একাধিক বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান। এছাড়া ওই এলাকায় চাঁদপুর-কুমিল্লা রোডে খালের দুই পাশ ভরাট করে কালভার্ট নির্মাণের ফলে পানি প্রবাহে বাঁধার সৃষ্টি হচ্ছে। সড়ক বিভাগের এসএই মারুফ হোসেন জানান, এগুলো নয়নজুরি খাল। খালের উপর অনেকগুলো কালভার্টের অনুমোদন নেই। তাছাড়া এখন খাল লিজ দেওয়া পুরোপুরি বন্ধ। স্থানীয় কৃষক খোকন ও কামাল জানান, এই খাল দিয়ে এক সময় নৌকা চলাচল করত। এখন খাল দখল করে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা ও বাঁধ নির্মাণ করায় পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দীপ নারায়ণ চক্রবর্তী বলেন, এখানে সড়ক ও জনপদের (সওজ) নামে আলাদা খতিয়ানে ৮ একর ৫৭ শতাংশ জমি রয়েছে। যা বাবুরহাট বাজারের দক্ষিণ থেকে ঘোষেরহাট পর্যন্ত বিস্তৃত। এই ভূমিরক্ষার দায়িত্ব সওজ বিভাগের। আমরা দেখতে পাচ্ছি খাল দখল হচ্ছে, কিন্তু আমাদের কিছুই করার নেই। স্থানীয় অশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, জনগুরুত্বপূর্ণ এই খাল দুটি প্রভাবশালীরা দখল করে রেখেছেন। চেয়ারম্যান বলেন, ‘খাল দখল ও দূষণমুক্ত করে পরিচ্ছন্ন এলাকা গড়তে ও কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
দখল-দূষণে দুই খালের পানিপ্রবাহ ব্যাহত
নেয়ামত হোসেন, চাঁদপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর