চাঁদপুর সদর উপজেলার দুটি খাল দখল করে গড়ে উঠছে বহুতল ভবন ও মার্কেট। খাল দুটিতে ফেলা হচ্ছে আশপাশের বাজারের ময়লা-আবর্জনা। অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে ব্রিজ। এ সব কারণে পানি প্রবাহ ব্যাহত হওয়ায় দিন দিন এই খাল দুটি মরাখালে পরিণত হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল দুটি রক্ষায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগে লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন উচ্ছেদ অভিযানও চালায়। কিন্তু কিছুদিন যেতেই পুনরায় গড়ে তোলা হয় স্থাপনা। অভিযোগ আছে, বাবুরহাটের মতলব রোডে খালের ওপর সরকারি ব্রিজের রেলিং ঘেঁষে তৈরি করা হয়েছে একাধিক বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান। এছাড়া ওই এলাকায় চাঁদপুর-কুমিল্লা রোডে খালের দুই পাশ ভরাট করে কালভার্ট নির্মাণের ফলে পানি প্রবাহে বাঁধার সৃষ্টি হচ্ছে। সড়ক বিভাগের এসএই মারুফ হোসেন জানান, এগুলো নয়নজুরি খাল। খালের উপর অনেকগুলো কালভার্টের অনুমোদন নেই। তাছাড়া এখন খাল লিজ দেওয়া পুরোপুরি বন্ধ। স্থানীয় কৃষক খোকন ও কামাল জানান, এই খাল দিয়ে এক সময় নৌকা চলাচল করত। এখন খাল দখল করে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা ও বাঁধ নির্মাণ করায় পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দীপ নারায়ণ চক্রবর্তী বলেন, এখানে সড়ক ও জনপদের (সওজ) নামে আলাদা খতিয়ানে ৮ একর ৫৭ শতাংশ জমি রয়েছে। যা বাবুরহাট বাজারের দক্ষিণ থেকে ঘোষেরহাট পর্যন্ত বিস্তৃত। এই ভূমিরক্ষার দায়িত্ব সওজ বিভাগের। আমরা দেখতে পাচ্ছি খাল দখল হচ্ছে, কিন্তু আমাদের কিছুই করার নেই। স্থানীয় অশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, জনগুরুত্বপূর্ণ এই খাল দুটি প্রভাবশালীরা দখল করে রেখেছেন। চেয়ারম্যান বলেন, ‘খাল দখল ও দূষণমুক্ত করে পরিচ্ছন্ন এলাকা গড়তে ও কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা