চাঁদপুর সদর উপজেলার দুটি খাল দখল করে গড়ে উঠছে বহুতল ভবন ও মার্কেট। খাল দুটিতে ফেলা হচ্ছে আশপাশের বাজারের ময়লা-আবর্জনা। অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে ব্রিজ। এ সব কারণে পানি প্রবাহ ব্যাহত হওয়ায় দিন দিন এই খাল দুটি মরাখালে পরিণত হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল দুটি রক্ষায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগে লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন উচ্ছেদ অভিযানও চালায়। কিন্তু কিছুদিন যেতেই পুনরায় গড়ে তোলা হয় স্থাপনা। অভিযোগ আছে, বাবুরহাটের মতলব রোডে খালের ওপর সরকারি ব্রিজের রেলিং ঘেঁষে তৈরি করা হয়েছে একাধিক বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান। এছাড়া ওই এলাকায় চাঁদপুর-কুমিল্লা রোডে খালের দুই পাশ ভরাট করে কালভার্ট নির্মাণের ফলে পানি প্রবাহে বাঁধার সৃষ্টি হচ্ছে। সড়ক বিভাগের এসএই মারুফ হোসেন জানান, এগুলো নয়নজুরি খাল। খালের উপর অনেকগুলো কালভার্টের অনুমোদন নেই। তাছাড়া এখন খাল লিজ দেওয়া পুরোপুরি বন্ধ। স্থানীয় কৃষক খোকন ও কামাল জানান, এই খাল দিয়ে এক সময় নৌকা চলাচল করত। এখন খাল দখল করে বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা ও বাঁধ নির্মাণ করায় পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দীপ নারায়ণ চক্রবর্তী বলেন, এখানে সড়ক ও জনপদের (সওজ) নামে আলাদা খতিয়ানে ৮ একর ৫৭ শতাংশ জমি রয়েছে। যা বাবুরহাট বাজারের দক্ষিণ থেকে ঘোষেরহাট পর্যন্ত বিস্তৃত। এই ভূমিরক্ষার দায়িত্ব সওজ বিভাগের। আমরা দেখতে পাচ্ছি খাল দখল হচ্ছে, কিন্তু আমাদের কিছুই করার নেই। স্থানীয় অশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন জানান, জনগুরুত্বপূর্ণ এই খাল দুটি প্রভাবশালীরা দখল করে রেখেছেন। চেয়ারম্যান বলেন, ‘খাল দখল ও দূষণমুক্ত করে পরিচ্ছন্ন এলাকা গড়তে ও কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’
শিরোনাম
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’