রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নদী খননে অনিয়ম কাজ বন্ধ

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ১২ কিলোমিটার দীর্ঘ পচা বড়াল নদী খননে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় কৃষকরা। গতকাল ভোর থেকে খননে ব্যবহৃত ভেকুগুলো বন্ধ রয়েছে। এর আগে শুক্রবার বিকালে নদীর দুই পাড়ে সহস্রাধিক কৃষক খনন কাজে অনিয়ম তুলে ধরে বিক্ষোভ সমাবেশ করেন। তাদের অভিযোগ সিডিউল অনুযায়ী খনন না করায় কাজটি কুষিবান্ধব হচ্ছে না। ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানান, সিডিউল অনুযায়ী সমতল থেকে আট ফুট গভীরে নদীখনন করার কথা। কিন্তু বিভিন্ন স্থানে সর্বোচ্চ ৫-৬ ফুট খনন করা হয়েছে তাও সমান্তরাল নয়। নদীর পানি শুকিয়ে বা সেচ দিয়ে অপসারণ করে খননের কথা থাকলেও তা করা হয়নি। পুরনো পাড়ি ঢালু (স্লোপ) করে না কেটে নদীর তলদেশ থেকে কাদামাটি তুলে তা দিয়ে স্লোপ করা হয়েছে। এতে এখনই মাটি ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। এ ছাড়া নদীর মাটি কেটে পাড়ের উপরেই ফেলা হচ্ছে। যা সামান্য বৃষ্টি হলেই ধসে নদীতে নেমে যাবে।

 ঠিকাদার প্রতিষ্ঠানের তদারককারী খোকন হোসেন জানান, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। কোথাও কোথাও কাজের তারতম্য হতে পারে। তা ঠিক করে দেওয়া হবে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বড়াইগ্রাম অফিসের উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশার বলেন, পানি শুকিয়ে বা অপসারণ করে নদী খনন করার কথা। এ ছাড়া স্লোপিং ভেঙে যাওয়া ও পাড়ে রাখা মাটি ধসে পুনরায় নদীতে পড়ার বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর