বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ধুনট, বগুড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই খোকনের বিরুদ্ধে সরকারি- বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি, শ্রমিক নিয়োগ, জলমহাল, বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও সরকারি প্রকল্প বিক্রিসহ তদবির বাণিজ্যের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ধুনট থানায় ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ভুক্তভোগীদের ৬টি লিখিত অভিযোগ জমা পড়েছে। ধুনট থানা পুলিশ ভুক্তভোগীদের এসব অভিযোগের তদন্ত শুরু করেছে। তবে উপজেলা চেয়ারম্যান খোকনের এসব নিয়োগ বাণিজ্য ও অবৈধ অর্থ উপার্জনে সহায়ক ভূমিকায় রয়েছেন তার সঙ্গে আরও কয়েকজন। এদিকে সম্প্রতি ধুনট উপজেলা চেয়ারম্যান আবদুল হাই খোকনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৯ জন ইউপি চেয়ারম্যান জেলা প্রশাসক বরাবর অনাস্থা জ্ঞাপনের পর থেকেই তার বিরুদ্ধে এসব অনিয়ম ও দুর্নীতির চিত্র বেরিয়ে আসছে। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ চাকরি প্রার্থী আবু বক্কার, আবদুল হাই, একরাম সরকার, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, গোলাম মোর্শেদ বুলবুল বাদী হয়ে ধুনট উপজেলা চেয়ারম্যান আবদুল হাই খোকন ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম এবং গোপালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম রেজাকে আসামি করে ধুনট থানায় পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান উপজেলা চেয়ারম্যান আবদুল হাই খোকনের বিরুদ্ধে এ পর্যন্ত ৬ জন ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগগুলো তদন্ত করতে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর