বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
ব্রাহ্মণবাড়িয়া

হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান স্বপদে বহাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাকশিমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা ও চাঁদাবাজি মামলাসহ নানা অভিযোগ থাকার পরও রয়েছেন বহাল তবিয়তে। চেয়ারম্যান সাইফুল স্থানীয় ইউপি চেয়ারম্যানও। হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযোগ থাকলেও উপজেলা আওয়ামী লীগ এখনো   নেয়নি কোনো ব্যবস্থা। ফলে স্থানীয় আওয়ামী লীগের  নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান কাশেম আলীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৭ এপ্রিল দুপুরে সাবেক চেয়ারম্যান কাশেম আলীকে রাস্তায় পেয়ে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন লাঞ্ছিত করেন। পুনরায় একই দিন সন্ধ্যায় স্থানীয় বাজারে চেয়ারম্যান সাইফুলের লোকজন সাবেক চেয়ারম্যান কাশেম আলীর লোকজনকে পেয়ে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির জেরে বর্তমান চেয়ারম্যানের  লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক চেয়ারম্যানের  লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িতে পড়েন। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় দেলোয়ার হোসেন।

সর্বশেষ খবর