চাঁপাইনবাবগঞ্জে এবার গমের ফলন ভালো এবং দাম বেশি পেয়ে কৃষকরা লাভবান হয়েছেন। এ বছর জেলায় ২৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে ৯৪ হাজার ৯৪ মেট্রিক টন গম উৎপাদন হয়েছে। জানা গেছে, এবার ধানের পাশাপাশি কৃষকরা গম চাষে মনোযোগ দিয়েছিলেন। আর আবহাওয়া অনুকূলে থাকায় এ জেলায় গমের বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ২৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৭০০ হেক্টর, শিবগঞ্জে ১০ হাজার ৫০ হেক্টর, গোমস্তাপুরে ৫ হাজার ২৮০ হেক্টর, নাচোলে ৬ হাজার ৭০০ হেক্টর ও ভোলাহাটে ১ হাজার ১৫০ হেক্টর জমিতে গমের চাষাবাদ করা হয়েছিল। বিঘা প্রতি গড় ফলন পাওয়া গেছে প্রায় ১৮/২০ মণ। মোট উৎপাদন হয়েছে ৯৪ হাজার ৯৪ মেট্রিক টন। ধানের চেয়ে গম চাষে খরচ কম এবং এ ফসল উৎপাদন করতে কৃষকের শ্রমও লাগে কম। তাই অল্প শ্রমে স্বল্প ব্যয়ে কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠছেন। নাচোলের নেজামপুরের কৃষক বকুল ও দুলাল উদ্দিন জানান, এবার ১৫ বিঘা জমিতে গমের আবাদ করা হয়েছিল। গম বীজ বপনের সময় যত্নসহকারে জমিতে চাষাবাদ করতে তেমন কিছু করতে হয়নি। বীজ, সেচ ও মাড়াইসহ বিঘা প্রতি প্রায় ৫ হাজার টাকার মতো খরচ হয়েছিল। গড়ে প্রায় ২০ মণ হারে ফলন পাওয়া গেছে। বর্তমানে বাজারে প্রতি মণ গম ১ হাজার ১২০ টাকা টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে লাভ ভালো পাওয়া গেছে। গম চাষাবাদ করতে ৩ বার সেচ লাগে। তাই উৎপাদন খরচ কম লাগার কারণে গম চাষ করে লাভবান হয়েছেন তারা। দিন দিন গমের ফলন ভালো হলে এবং দাম ভালো পেলে কৃষকদের মাঝে আগ্রহ বাড়বে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, মাঠে সুষ্ঠু তদারকি ও কৃষকদের গম উৎপাদনে পরামর্শ দেওয়া হয়।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা