মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

গমের ভালো ফলন দামও বেশি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গমের ভালো ফলন দামও বেশি

চাঁপাইনবাবগঞ্জে এবার গমের ফলন ভালো এবং দাম বেশি পেয়ে কৃষকরা লাভবান হয়েছেন। এ বছর জেলায় ২৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে ৯৪ হাজার ৯৪ মেট্রিক টন গম উৎপাদন হয়েছে। জানা গেছে, এবার ধানের পাশাপাশি কৃষকরা গম চাষে মনোযোগ দিয়েছিলেন। আর আবহাওয়া অনুকূলে থাকায় এ জেলায় গমের বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর  জেলায় ২৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৭০০ হেক্টর, শিবগঞ্জে ১০ হাজার ৫০ হেক্টর, গোমস্তাপুরে ৫ হাজার ২৮০ হেক্টর, নাচোলে ৬ হাজার ৭০০ হেক্টর ও ভোলাহাটে ১ হাজার ১৫০ হেক্টর জমিতে গমের চাষাবাদ করা হয়েছিল। বিঘা প্রতি গড় ফলন পাওয়া গেছে প্রায় ১৮/২০ মণ। মোট উৎপাদন হয়েছে ৯৪ হাজার ৯৪ মেট্রিক টন। ধানের চেয়ে গম চাষে খরচ কম এবং এ ফসল উৎপাদন করতে কৃষকের শ্রমও লাগে কম। তাই অল্প শ্রমে স্বল্প ব্যয়ে কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠছেন। নাচোলের নেজামপুরের কৃষক বকুল ও দুলাল উদ্দিন জানান, এবার ১৫ বিঘা জমিতে গমের আবাদ করা হয়েছিল। গম বীজ বপনের সময় যত্নসহকারে জমিতে চাষাবাদ করতে তেমন কিছু করতে হয়নি। বীজ, সেচ ও মাড়াইসহ বিঘা প্রতি প্রায় ৫ হাজার টাকার মতো খরচ হয়েছিল। গড়ে প্রায় ২০ মণ হারে ফলন পাওয়া গেছে। বর্তমানে বাজারে প্রতি মণ গম ১ হাজার ১২০ টাকা টাকায় বিক্রি হচ্ছে। সে হিসাবে লাভ ভালো পাওয়া গেছে। গম চাষাবাদ করতে  ৩ বার সেচ লাগে। তাই উৎপাদন খরচ কম লাগার কারণে গম চাষ করে লাভবান হয়েছেন তারা। দিন দিন গমের ফলন ভালো হলে এবং দাম ভালো পেলে কৃষকদের মাঝে আগ্রহ বাড়বে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, মাঠে সুষ্ঠু তদারকি ও কৃষকদের গম উৎপাদনে পরামর্শ দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর