শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

পাঁচ ঘণ্টায় পদ্মায় বিলীন ২০০ মিটার এলাকা

ফরিদপুর প্রতিনিধি

পাঁচ ঘণ্টায় পদ্মায় বিলীন ২০০ মিটার এলাকা

ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ও নর্থচ্যানেল ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর ভাঙনের তীব্রতা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। গতকাল ভোররাত ৪টায় শুরু হয়ে সকাল ৯টা পর্যন্ত পাঁচ ঘণ্টার ভাঙনে বিলীন হয়েছে ২০০ মিটার এলাকা। ভাঙন তীব্র আকার ধারণ করায় আতঙ্কে দিন কাটেছে দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষের।  ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি, একটি ব্রিজ, কয়েকটি মসজিদ - মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, আশ্রয় কেন্দ্রসহ বহু ঘরবাড়ি। গতকাল ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অতুল সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা। এলাকাবাসী জানান, প্রতি বছর ভাঙনের কবলে পড়ে ডিগ্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের অনেক বাসিন্দা বাস্তুহারা হন। এ বছর পদ্মা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের তীব্রতা বেড়েছে। হুমকির মুখে রয়েছে শহররক্ষা বাঁধ ও গোলডাঙ্গী ব্রিজ। নদী থেকে এ ব্রিজের দূরত্ব মাত্র ৫০ মিটার। নদী যেভাবে ভাঙছে তাতে দ্রুত ব্যবস্থা না নিলে দু-এক দিনের মধ্যেই ব্রিজটি ক্ষতির সম্মুখীন হতে পারে। জেলা প্রশাসক অতুল সরকার জানান, ডিগ্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের বেশকিছু এলাকায় নদী ভাঙন শুরু হওয়ায় দ্রুত কার্যকর ব্যবস্তা গ্রহণের জন্য পাউবো কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। টর্নেডোয় ৫ গ্রাম লন্ডভন্ড: ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড হয়ে গেছে পাঁচ গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি। উপড়ে গেছে কয়েক হাজার গাছ। হাজার হাজার একর জমির ধান, পাটসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।

সর্বশেষ খবর