বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

স্বাভাবিক হল হিলির আমদানি-রপ্তানি কার্যক্রম

দিনাজপুর প্রতিনিধি

স্বাভাবিক হল হিলির আমদানি-রপ্তানি কার্যক্রম

ভারতের ব্যবসায়ীদের শর্ত মেনে নেওয়ায় স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রপ্তানি বন্ধ রাখলেও ভারতীয় ব্যবসায়ীরা বৈঠক শেষে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু করেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হয়। পিঁয়াজসহ আমদানিকারকদের কিছু কাঁচা পণ্য আটকে থাকায় ভারতীয় ব্যবসায়ীদের দেওয়া শর্ত মেনে নেয় দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, গত মঙ্গলবার রাতে ভারতীয় ব্যবসায়ীদের দেওয়া এক চিঠির ভিত্তিতে আমরা বন্দরের আমদানি-রপ্তানিকারক সিঅ্যান্ডএফ এজেন্টরা জরুরি বৈঠকে বসি। বৈঠকে ভারতীয় ব্যবসায়ীদের দেওয়া চিঠি, আমাদের চিঠি, করোনা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রচুর পরিমাণে পিঁয়াজসহ অন্যান্য কাঁচা পণ্য দেশে প্রবেশের অপেক্ষায় আটকে আছে। এসব পিঁয়াজ যদি সময় মতো ঢুকতে না পারে তাহলে পণ্য পচে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। হারুন উর রশীদ বলেন, সেই বিষয়টি বিবেচনা করে ভারতীয় ব্যবসায়ীদের যে দাবি ছিল নির্ধারিত সময় পর্যন্ত সব পণ্য নিতে হবে, সেটি আমরা আপাতত মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে ইতিমধ্যেই তাদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। এর পরও আমাদের পক্ষ থেকে তাদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। এতে করে বুধবার থেকে ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানি বন্ধের কথা বলেছিল সেটি হয়নি। তিনি আরও বলেন, গতকাল বন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত যে কয়টি ট্রাক প্রবেশ করতে পারে ও আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকবে।

একইভাবে আজও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চলবে। তবে এ বিষয়ে আগামী শুক্রবার সীমান্তের শূন্যরেখায় দুই দেশের ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে পরবর্তী বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। উল্লেখ্য, ভারতীয় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানতে অনীহা প্রকাশ করে ৬ জুন বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে ৯ জুন বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধের ঘোষণা দেয় তারা। তবে চিঠিতে তাদের দেওয়া চারটি শর্ত বাংলাদেশের ব্যবসায়ীরা মেনে নেওয়ায় কয়েক ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আবারও সব কার্যক্রম চালু হয়।

সর্বশেষ খবর