আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বছরব্যাপী গরু-ছাগল লালন- পালন করে এখন করোনা পরিস্থিতিতে এগুলো বিক্রি নিয়ে শঙ্কায় পড়েছেন গাইবান্ধার খামারিরা। সরকারি হিসাবে জেলায় গত বছর ঈদে পশু জবাই হয়েছিল ৫৭ হাজার ৫৩৩টি। এবার ৬৬ হাজার গবাদিপশু (গরু, ছাগল) জবাইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা প্রাণিসম্পদ অফিস। কিন্তু বাজারজাতকরণের জন্য খামারিরা প্রস্তুত রেখেছেন ১ লাখ ৬৫ হাজার গরু ও ছাগল। যা চাহিদার আড়াই গুণ বেশি। জোগান বেশি থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে যেমন শঙ্কা আছে, তেমনি করোনা পরিস্থিতিতে হাট বসবে কি না বা বসলেও ক্রেতা আগমন কেমন হবে এ নিয়ে শঙ্কায় আছেন খামারিরা। খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় পশুহাট আছে ৪২টি। এর মধ্যে স্থায়ী পশুহাট ২৬টি। আর কোরবানি ঈদে বসে আরও ১৭টি অস্থায়ী পশুহাট। এর মধ্যে গাইবান্ধা সদরে ৬টি, গোবিন্দগঞ্জে ১৩টি, সুন্দরগঞ্জে ৮টি, পলাশবাড়ী উপজেলায় ৪টি, সাদুল্যাপুরে ৪টি, সাঘাটায় ৫টি এবং ফুলছড়িতে ২টি হাট। এ ছাড়া প্রাণিসম্পদ বিভাগ থেকে করোনা পরিস্থিতিতে সাত উপজেলার জন্য সাতটি অনলাইন পশুহাট খোলা হয়েছে ঈদ উপলক্ষে। এই হাটগুলোতে জেলার বাণিজ্যিক খামারি এবং ক্ষুদ্র প্রান্তিক খামারিরা পশু বিক্রি করতে আসেন। জেলা প্রাণিসম্পদ অফিস জানায়, জেলায় বাণিজ্যিক পশুখামার আছে ১২ হাজার ৬৭৭টি। কোরবানি ঈদের বাজার ধরতে যেখানে ৩৮ হাজার গরু ও ২৭ হাজার ছাগল প্রস্তুত রেখেছেন খামারিরা। এর বাইরে ক্ষুদ্র প্রান্তিক খামারির ঘরে প্রস্তুত আছে ৫২ হাজার গরু ও ৩৭ হাজার ছাগল। অর্থাৎ মোট ১ লাখ ৬৫ হাজার গরু ও ছাগল পালন করে তা বাজারজাত করতে প্রস্তুত খামারিরা। গাইবান্ধার সাঘাটা উপজেলার ধানঘড়া গ্রামের খামারি আইয়ুব আলী এবং উত্তর সাথালিয়া গ্রামের রাজ্জাক এগ্রো ফার্ম-এর মালিক আবদুর রাজ্জাক জানান, গত বছর করোনা পরিস্থিতিতে গরু বিক্রি করে লাভ হয়নি। সারা বছর গরু মোটাতাজাকরণের খরচ অনেক বেশি। ঈদের ১৫/২০ দিন আগ থেকেই হাটে পশু বেচাকেনা শুরু হয়। কিন্তু এবার যে লকডাউন চলছে তাতে হাট বসবে কি না বা বসলেও কয়দিন হাটবার পাওয়া যাবে এই চিন্তায় আছেন তারা। তাই উপজেলা প্রাণিসম্পদ দফতরের ফেসবুক পেজে অনলাইন গরু বিক্রিতে অংশ নিয়েছেন। কিন্তু এখনো ক্রেতাদের সাড়া মেলেনি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাছুদার রহমান সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর সরকারি সিদ্ধান্তে এখনো কোনো পরিবর্তন আসেনি। তাই আশা করা যায় হাট বসবে। খামারি ও পশু বিক্রেতাদের সহায়তা করতে আমাদের সাত উপজেলার জন্য অনলাইনে পশু বিক্রির জন্য আমরা সাতটি পেজ খুলেছি। আগ্রহী বিক্রেতারা যোগাযোগ করছেন। আমরা তাদের সহায়তা করছি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
কোরবানির জন্য প্রস্তুত চাহিদার আড়াই গুণ বেশি গরু-ছাগল
আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৬৫ হাজার গরু ও ছাগল
গৌতমাশিস গুহ সরকার, গাইবান্ধা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর