পাহাড়ে মেঘ দেখলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গারো পাহাড়ের গা-ঘেঁষা নালিতাবাড়ীর ৫০ গ্রামের মানুষের মধ্যে। কারণ বৃষ্টি এলেই ভয়ানক রূপ ধারণ করে পাহাড়ি নদী ভোগাই ও চেল্লাখালি। তখন পানির তোড়ে একাকার হয়ে যায় সাত ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে গত কয়েকদিনের বর্ষণে ঢল নেমেছে ভোগাই নদীতে। পানির তোড়ে প্রায় ২০০ মিটার তীর রক্ষা বাঁধ ভেঙেছে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উত্তর গড়কান্দা ও নিজপাড়া মহল্লায়। এ এলাকার ভেসে গেছে তিনটি বসতঘর ও শতাধিক পরিবারের হাঁস-মুরগি। ঘরে পানি ঢোকায় নষ্ট হয়েছে অনেকের আসবাবপত্র। কাঁদা-পানিতে একাকার হয়ে ঘরে স্বজনদের কষ্টে দিন কাটছে বহু পরিবারের। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে বাঘবেড়, নয়াবিল, কলসপাড়, যোগানিয়া, মরিচপুরান ও রাজনগর ইউনিয়নের ৫০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সব এলাকার ১১০০ পুকুরের মাছ ভেসে গেছে। নিমজ্জিত হয়েছে ২০০ হেক্টর আমনের বীজতলা ও ২৫০ হেক্টর আউশ ধানের খেত। নষ্ট হয়েছে সবজি খেত। নালিতাবাড়ী পৌর সভার উত্তর গড়কান্দা মহল্লার খোদেজা খাতুনের (৫০) ৩৫ শতক ভিটার মধ্যে ১০ বছরে ৩৪ শতকই ভোগাই নদীর পেটে চলে গেছে। বাকিটুকু বিলীন হতে পারে যে কোনো সময়। পাহাড়ে মেঘ দেখলেই শুধু কাঁদছেন খোদেজার পরিবারের সদস্যরা। তাদের প্রার্থনা আর যেন বৃষ্টি না হয়। আর যেন নদীতে ঢল না নামে। খোদেজাদের মতো একই অবস্থা পাহাড়ি এলাকার শত শত পরিবারের। প্রায় প্রতি বছর বর্ষা মৌসুমে তাদের আবাদি জমি, বাড়িঘর যায় নদীর পেটে। কিন্তু ভাঙন রোধে স্থায়ী কোনো সমাধান হয় না। এলাকাবাসী জানান, ভোগাই নদীর তীররক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় তারা আতঙ্কে আছেন। এখনো প্রথম দফার পাহাড়ি ঢলের ধকল সামলে উঠতে পারেননি তারা। আবার ঢল এলে ফসলসহ সব শেষ হয়ে যাবে। ভোগাই নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র।
শিরোনাম
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : নায়াব ইউসুফ
- চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- রায় মেনে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান জানাল পাকিস্তান
- ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, ডিসি-এসপির কমিটি ও ইভিএম বাদ
- গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল
- সাজা মওকুফ হওয়ায় মুক্তি পেলেন যাবজ্জীবন সাজা পাওয়া ১৩ আসামি
- মঙ্গলবার থেকে আমদানি-রফতানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক
- ‘জনগণের ভাষা বুঝতে পেরে দ্রুত সময়ে নির্বাচনের ঘোষণা সরকার’
- এবার নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প
- স্বাস্থ্যকেন্দ্রে ‘মমতা’ প্রকল্প বন্ধের খবরে দুশ্চিন্তায় চরাঞ্চলের প্রসূতিরা
- ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার
- প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
- বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
- আমেরিকায় যেভাবে ভয়ানক আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ‘লাফিং গ্যাস’
- দল নিবন্ধন : আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ইসির ৭ কর্মকর্তা
- বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মতবিনিময় সভা
মেঘ দেখলেই আতঙ্ক ছড়ায় নালিতাবাড়ীর ৫০ গ্রামে
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর