পাহাড়ে মেঘ দেখলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গারো পাহাড়ের গা-ঘেঁষা নালিতাবাড়ীর ৫০ গ্রামের মানুষের মধ্যে। কারণ বৃষ্টি এলেই ভয়ানক রূপ ধারণ করে পাহাড়ি নদী ভোগাই ও চেল্লাখালি। তখন পানির তোড়ে একাকার হয়ে যায় সাত ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে গত কয়েকদিনের বর্ষণে ঢল নেমেছে ভোগাই নদীতে। পানির তোড়ে প্রায় ২০০ মিটার তীর রক্ষা বাঁধ ভেঙেছে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উত্তর গড়কান্দা ও নিজপাড়া মহল্লায়। এ এলাকার ভেসে গেছে তিনটি বসতঘর ও শতাধিক পরিবারের হাঁস-মুরগি। ঘরে পানি ঢোকায় নষ্ট হয়েছে অনেকের আসবাবপত্র। কাঁদা-পানিতে একাকার হয়ে ঘরে স্বজনদের কষ্টে দিন কাটছে বহু পরিবারের। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে বাঘবেড়, নয়াবিল, কলসপাড়, যোগানিয়া, মরিচপুরান ও রাজনগর ইউনিয়নের ৫০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সব এলাকার ১১০০ পুকুরের মাছ ভেসে গেছে। নিমজ্জিত হয়েছে ২০০ হেক্টর আমনের বীজতলা ও ২৫০ হেক্টর আউশ ধানের খেত। নষ্ট হয়েছে সবজি খেত। নালিতাবাড়ী পৌর সভার উত্তর গড়কান্দা মহল্লার খোদেজা খাতুনের (৫০) ৩৫ শতক ভিটার মধ্যে ১০ বছরে ৩৪ শতকই ভোগাই নদীর পেটে চলে গেছে। বাকিটুকু বিলীন হতে পারে যে কোনো সময়। পাহাড়ে মেঘ দেখলেই শুধু কাঁদছেন খোদেজার পরিবারের সদস্যরা। তাদের প্রার্থনা আর যেন বৃষ্টি না হয়। আর যেন নদীতে ঢল না নামে। খোদেজাদের মতো একই অবস্থা পাহাড়ি এলাকার শত শত পরিবারের। প্রায় প্রতি বছর বর্ষা মৌসুমে তাদের আবাদি জমি, বাড়িঘর যায় নদীর পেটে। কিন্তু ভাঙন রোধে স্থায়ী কোনো সমাধান হয় না। এলাকাবাসী জানান, ভোগাই নদীর তীররক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় তারা আতঙ্কে আছেন। এখনো প্রথম দফার পাহাড়ি ঢলের ধকল সামলে উঠতে পারেননি তারা। আবার ঢল এলে ফসলসহ সব শেষ হয়ে যাবে। ভোগাই নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র।
শিরোনাম
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
মেঘ দেখলেই আতঙ্ক ছড়ায় নালিতাবাড়ীর ৫০ গ্রামে
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর