বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বাঁশপণ্যে জীবন-জীবিকা

মেহেরপুর প্রতিনিধি

বাঁশপণ্যে জীবন-জীবিকা

মেহেরপুর জেলা শহরের অদূরে বামনপাড়ার কোল সম্প্রদায়ের লোকেরা তৈরি করছেন বাঁশের চাটাই, কুলা, ডালা, চাঙারি, টুকরি, ওড়া, চালুনি, খাঁচাসহ বিভিন্ন পণ্য। জীবন-জীবিকার তাগিদে বাপ দাদার এ পেশা ধরে রেখেছেন তারা। পুরুষের পাশাপাশি নারীরাও এ কাজে শামিল হন। হাটের দিন স্থানীয় বাজারে এবং অন্যদিন ফেরি করে বাঁশের পণ্য বিক্রি করেন তারা। এ শিল্পের প্রধান কাঁচামাল বাঁশের দাম বেড়ে যাওয়ায় কারিগররা তাদের পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন। বেকার হয়ে পড়ছেন অনেকে। কেউ কেউ পেশা বদল করছেন। স্থানীয় আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম জানান, বামনপাড়ার দাস পল্লীর বাসিন্দাদের জন্যও বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার ব্যবস্থা করা হয়েছে। ইউএনওর সঙ্গে কথা বলে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর