নরসিংদীর মনোহরদীতে প্রায় শত বছরের পুরনো গ্রামীণ রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচল। এতে প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামের লোকজনের। স্থানীয় রমিজ ও তার ভাই রবিউল জোর করে সড়কের মাঝখানে দেয়াল নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রবিউল। ভুক্তভোগীরা জানান, মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে বাজার সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় গৃহবন্দী হয়ে পড়েছে ৫০টি পরিবার। ২০০ মানুষ ঘরবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। রাতের আঁধারে বাড়িঘর ভাঙচুর করে তৈরি করা হয়েছে এ প্রাচীর। দখল করা হয়েছে কবরস্থান। ষাটোর্ধ্ব আমেনা বেগম অভিযোগ করে বলেন, আমরা এখন গৃহবন্দী হয়ে পড়েছি। বাড়ির যাতায়াত পথ বন্ধ করে দেয়াল তোলায় আমাদের ভোগান্তির শেষ নেই। বৃদ্ধ সচিন দেব বর্মণ বলেন, হঠাৎ লোকজন নিয়ে এসে গ্রামের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হয়েছে। আমাদের প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। আরেক ভুক্তভোগী ইব্রাহীম মিয়া বলেন, আমরা খাঁচায় বন্দী হয়ে আছি। ছেলে-মেয়ে নিয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। কথা বললেই অভিযুক্তরা প্রশাসনের ভয় দেখায়। অভিযুক্ত রবিউল উদ্দিন বলেন, জায়গার মালিক আমি। গ্রামের মানুষের রাস্তার প্রয়োজন হলে আমাকে জানাবে। তারা তো আমাকে জানায়নি। তৃতীয় পক্ষকে জানিয়েছেন। তা ছাড়া আমি তাদের জন্য বিকল্প রাস্তা দেওয়ার কথা ভেবে রেখেছি। এখন তারা আমাকে আমার জায়গায় কাজ করতে দিচ্ছেন না।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
গ্রামবাসীর চলাচলে বাধা ভোগান্তিতে ৫০ পরিবার
সঞ্জিত সাহা, নরসিংদী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর