নরসিংদীর মনোহরদীতে প্রায় শত বছরের পুরনো গ্রামীণ রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচল। এতে প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামের লোকজনের। স্থানীয় রমিজ ও তার ভাই রবিউল জোর করে সড়কের মাঝখানে দেয়াল নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রবিউল। ভুক্তভোগীরা জানান, মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে বাজার সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় গৃহবন্দী হয়ে পড়েছে ৫০টি পরিবার। ২০০ মানুষ ঘরবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। রাতের আঁধারে বাড়িঘর ভাঙচুর করে তৈরি করা হয়েছে এ প্রাচীর। দখল করা হয়েছে কবরস্থান। ষাটোর্ধ্ব আমেনা বেগম অভিযোগ করে বলেন, আমরা এখন গৃহবন্দী হয়ে পড়েছি। বাড়ির যাতায়াত পথ বন্ধ করে দেয়াল তোলায় আমাদের ভোগান্তির শেষ নেই। বৃদ্ধ সচিন দেব বর্মণ বলেন, হঠাৎ লোকজন নিয়ে এসে গ্রামের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হয়েছে। আমাদের প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। আরেক ভুক্তভোগী ইব্রাহীম মিয়া বলেন, আমরা খাঁচায় বন্দী হয়ে আছি। ছেলে-মেয়ে নিয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। কথা বললেই অভিযুক্তরা প্রশাসনের ভয় দেখায়। অভিযুক্ত রবিউল উদ্দিন বলেন, জায়গার মালিক আমি। গ্রামের মানুষের রাস্তার প্রয়োজন হলে আমাকে জানাবে। তারা তো আমাকে জানায়নি। তৃতীয় পক্ষকে জানিয়েছেন। তা ছাড়া আমি তাদের জন্য বিকল্প রাস্তা দেওয়ার কথা ভেবে রেখেছি। এখন তারা আমাকে আমার জায়গায় কাজ করতে দিচ্ছেন না।
শিরোনাম
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
গ্রামবাসীর চলাচলে বাধা ভোগান্তিতে ৫০ পরিবার
সঞ্জিত সাহা, নরসিংদী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর