নরসিংদীর মনোহরদীতে প্রায় শত বছরের পুরনো গ্রামীণ রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচল। এতে প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামের লোকজনের। স্থানীয় রমিজ ও তার ভাই রবিউল জোর করে সড়কের মাঝখানে দেয়াল নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রবিউল। ভুক্তভোগীরা জানান, মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে বাজার সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় গৃহবন্দী হয়ে পড়েছে ৫০টি পরিবার। ২০০ মানুষ ঘরবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। রাতের আঁধারে বাড়িঘর ভাঙচুর করে তৈরি করা হয়েছে এ প্রাচীর। দখল করা হয়েছে কবরস্থান। ষাটোর্ধ্ব আমেনা বেগম অভিযোগ করে বলেন, আমরা এখন গৃহবন্দী হয়ে পড়েছি। বাড়ির যাতায়াত পথ বন্ধ করে দেয়াল তোলায় আমাদের ভোগান্তির শেষ নেই। বৃদ্ধ সচিন দেব বর্মণ বলেন, হঠাৎ লোকজন নিয়ে এসে গ্রামের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হয়েছে। আমাদের প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। আরেক ভুক্তভোগী ইব্রাহীম মিয়া বলেন, আমরা খাঁচায় বন্দী হয়ে আছি। ছেলে-মেয়ে নিয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। কথা বললেই অভিযুক্তরা প্রশাসনের ভয় দেখায়। অভিযুক্ত রবিউল উদ্দিন বলেন, জায়গার মালিক আমি। গ্রামের মানুষের রাস্তার প্রয়োজন হলে আমাকে জানাবে। তারা তো আমাকে জানায়নি। তৃতীয় পক্ষকে জানিয়েছেন। তা ছাড়া আমি তাদের জন্য বিকল্প রাস্তা দেওয়ার কথা ভেবে রেখেছি। এখন তারা আমাকে আমার জায়গায় কাজ করতে দিচ্ছেন না।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ