নরসিংদীর মনোহরদীতে প্রায় শত বছরের পুরনো গ্রামীণ রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচল। এতে প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামের লোকজনের। স্থানীয় রমিজ ও তার ভাই রবিউল জোর করে সড়কের মাঝখানে দেয়াল নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রবিউল। ভুক্তভোগীরা জানান, মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে বাজার সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় গৃহবন্দী হয়ে পড়েছে ৫০টি পরিবার। ২০০ মানুষ ঘরবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। রাতের আঁধারে বাড়িঘর ভাঙচুর করে তৈরি করা হয়েছে এ প্রাচীর। দখল করা হয়েছে কবরস্থান। ষাটোর্ধ্ব আমেনা বেগম অভিযোগ করে বলেন, আমরা এখন গৃহবন্দী হয়ে পড়েছি। বাড়ির যাতায়াত পথ বন্ধ করে দেয়াল তোলায় আমাদের ভোগান্তির শেষ নেই। বৃদ্ধ সচিন দেব বর্মণ বলেন, হঠাৎ লোকজন নিয়ে এসে গ্রামের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হয়েছে। আমাদের প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। আরেক ভুক্তভোগী ইব্রাহীম মিয়া বলেন, আমরা খাঁচায় বন্দী হয়ে আছি। ছেলে-মেয়ে নিয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। কথা বললেই অভিযুক্তরা প্রশাসনের ভয় দেখায়। অভিযুক্ত রবিউল উদ্দিন বলেন, জায়গার মালিক আমি। গ্রামের মানুষের রাস্তার প্রয়োজন হলে আমাকে জানাবে। তারা তো আমাকে জানায়নি। তৃতীয় পক্ষকে জানিয়েছেন। তা ছাড়া আমি তাদের জন্য বিকল্প রাস্তা দেওয়ার কথা ভেবে রেখেছি। এখন তারা আমাকে আমার জায়গায় কাজ করতে দিচ্ছেন না।
শিরোনাম
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
গ্রামবাসীর চলাচলে বাধা ভোগান্তিতে ৫০ পরিবার
সঞ্জিত সাহা, নরসিংদী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর