নরসিংদীর মনোহরদীতে প্রায় শত বছরের পুরনো গ্রামীণ রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচল। এতে প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামের লোকজনের। স্থানীয় রমিজ ও তার ভাই রবিউল জোর করে সড়কের মাঝখানে দেয়াল নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রবিউল। ভুক্তভোগীরা জানান, মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে বাজার সংলগ্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় গৃহবন্দী হয়ে পড়েছে ৫০টি পরিবার। ২০০ মানুষ ঘরবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। রাতের আঁধারে বাড়িঘর ভাঙচুর করে তৈরি করা হয়েছে এ প্রাচীর। দখল করা হয়েছে কবরস্থান। ষাটোর্ধ্ব আমেনা বেগম অভিযোগ করে বলেন, আমরা এখন গৃহবন্দী হয়ে পড়েছি। বাড়ির যাতায়াত পথ বন্ধ করে দেয়াল তোলায় আমাদের ভোগান্তির শেষ নেই। বৃদ্ধ সচিন দেব বর্মণ বলেন, হঠাৎ লোকজন নিয়ে এসে গ্রামের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ করা হয়েছে। আমাদের প্রায় ৫০ পরিবারের দুই শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। আরেক ভুক্তভোগী ইব্রাহীম মিয়া বলেন, আমরা খাঁচায় বন্দী হয়ে আছি। ছেলে-মেয়ে নিয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। কথা বললেই অভিযুক্তরা প্রশাসনের ভয় দেখায়। অভিযুক্ত রবিউল উদ্দিন বলেন, জায়গার মালিক আমি। গ্রামের মানুষের রাস্তার প্রয়োজন হলে আমাকে জানাবে। তারা তো আমাকে জানায়নি। তৃতীয় পক্ষকে জানিয়েছেন। তা ছাড়া আমি তাদের জন্য বিকল্প রাস্তা দেওয়ার কথা ভেবে রেখেছি। এখন তারা আমাকে আমার জায়গায় কাজ করতে দিচ্ছেন না।
শিরোনাম
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে