মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ত্রাণ আত্মসাতের অভিযোগ মানববন্ধন বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

ত্রাণ আত্মসাতের অভিযোগ মানববন্ধন বিক্ষোভ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ এবং দুর্নীতি মামলায় চেয়ারম্যানকে গ্রেফতার দাবিতে গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইউনিয়নবাসী। বেলা ১১টায় উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুুর বাজারে এ কর্র্মসূূচিতে শত শত লোক অংশ নেন। খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সরদার, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, অশীথ ঘোষ প্রমুখ। বক্তারা বলেন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ভুয়া তালিকা দিয়ে ভিজিএফ এবং বিভিন্ন প্রকল্পের কাজ না করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, ত্রাণ আত্মসাৎসহ ১৫টি মামলা রয়েছে। সম্প্রতি ৬ নম্বর ওয়ার্ডের চেউটিয়া গ্রামের ১০৮ পরিবারের নাম দিয়ে বরাদ্দ টাকা উত্তোলন, ৯টি ওয়ার্ডে ভুয়া ব্যক্তিদের নাম দিয়ে ভিজিএফসহ গরিব-দুঃখীদের বরাদ্দ আত্মসাতের অভিযোগে মামলা দুদকে তদন্তাধীন রয়েছে। অবিলম্বে ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতারসহ আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সর্বশেষ খবর