শিরোনাম
শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

খোঁজ মেলেনি মালিকের থানায়ই গরু পালন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে চারটি চোরাই গরুসহ জামাল শেখ ও হারুন শেখ নামে দুজনকে আটক করে পুলিশ। গত বুধবার আটক দুই ব্যক্তিকে আদালতে পাঠায়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে পাঠায় কারাগারে। বুধবার (১ ডিসেম্বর) গরুগুলো থানা কমপ্লেক্সে লালন-পালন করছেন পুলিশ সদস্যরা। গরুর মালিককে খুঁজতে বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানা প্রাঙ্গণে গতকাল দেখা যায়, কনস্টেবল নুরুজ্জামান মিয়া পুলিশের গ্যারেজ থেকে গরুগুলো বাইরে আনছেন। গরুর খাবার প্রস্তুত করছেন পুলিশের আরেক সদস্য রকিবুল ইসলাম। খোলা আকাশের নিচে রাখলে গরুর ক্ষতি হবে বলে ওসি আবদুল্লাহ আল তায়েবীরের নির্দেশনায় গ্যারেজে রাখা হয়।

থানা প্রাঙ্গণে দিনের বেলা খোলা আকাশের নিয়ে খড়-ভুসি খাওয়ান পুলিশ সদস্যরা। থানায় জিডি করতে আসা মতিয়ার শিকদার বলেন, পুলিশ সদস্যরা গুরুর জন্য যা করছেন তা প্রশংসার দাবি রাখে। পুলিশ সদস্য নুরুজ্জামান বলেন, তিন দিন ধরে স্যারের (ওসি) নির্দেশে গুরুগুলো লালন-পালন করছি। ভালোই লাগছে। গোয়ালন্দ থানার ওসি আবদুল্লাহ আল তায়েবীর বলেন, আমরা প্রকৃত মালিকের কাছে গরুগুলো হস্তান্তর করতে চাই। সেই চেষ্টা অব্যাহত আছে। যেহেতু গরুগুলো জব্দ করা রয়েছে, সে ক্ষেত্রে আদালতের নির্দেশনা ছাড়া আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, গরুগুলোকে সুস্থ ও স্বাভাবিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর