এক সময়ের দিনজপুর অঞ্চলের মানুষের জীবন-জীবিকার উৎস ছিল খরস্রোতা শাখা যমুনা নদী। দীর্ঘদিন খনন না হওয়ায় নদীটি এখন সমতল ভ’মিতে পরিণত হয়েছে। বর্তমানে বছরের অধিকাংশ সময় পানি থাকে না শাখা যমুনায়। উজান থেকে আসা পলি জমতে জমতে তলদেশ ভরে গেছে। নদীর বুকে চাষ হচ্ছে ভুট্টা, ধানসহ বিভিন্ন ফসল। পানি পর্যাপ্ত না থাকায় কমে গেছে মাছ। নদীতে ফেলা হচ্ছে আবর্জনা। দূষণের সঙ্গে বিভিন্ন জায়গায় দখল হয়ে যাচ্ছে নদী। শুকনো মওসুমে নদীর কোথাও কোথাও খাল-গর্ত-ডোবায় পানি দেখে বোঝা যায় এটি নদী। স্থানীয়রা জানান, এই নদীতে একটি রাবার ড্যাম নির্মাণ করা গেলে বর্ষাকালের পানি ধরে এ অঞ্চলের চাষিরা কৃষি কাজে এই পানি ব্যবহার করতে পারবেন। এতে মাছের উৎপাদনও বাড়বে বলে মনে করেন নদীর তীরবর্তী মানুষ। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, এই শাখা যমুনা নদী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুুড়ি নামক স্থানে ইছামতি নদী থেকে উৎপত্তি হয়ে ফুলবাড়ী পৌরসভাসহ তিনটি ইউনিয়ন অতিক্রম করে পাশের বিরামপুর, হাকিমপুর উপজেলা হয়ে ভারতের পশ্চিম বাংলার দক্ষিণ দিনাজপুরের কিছু দূর প্রবাহিত হয়েছে। আবারও এটি বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার ত্রিমোহনী যমুনা ও আত্রাই নদীতে মিলিত হয়েছে। এরমধ্যে ফুলবাড়ী উপজেলায় পড়েছে নদীর প্রায় ২৫ কিলোমিটার। নদীটির সর্বমোট দৈর্ঘ ৭০ কিলোমিটার এবং গড় প্রস্থ ৮৫ মিটার। মুকুল সরকারসহ নদীর বাসিন্দারা বলেন, শাখা যমুনা নদী দীর্ঘদিন সংস্কার না করায় পলি ধোয়া নেমে তলদেশ ভরে এখন মরা খালে পরিণত হয়েছে। প্রতিবছর বন্যায় নদীর তলদেশে পলি জমে নাব্য হারাচ্ছে। শুধু তাই নয়, নদীর পাড় দখল করে অনেকে গড়ে তুলেছেন স্থাপনা। নদীতে ফেলা হচ্ছে পৌর শহরের ময়লা আবজর্না। পরিবেশ রক্ষায় নদীটি সংস্কার করে পানি ধরে রাখা হলে শুধু কৃষি কাজেই উপকার হবে তা না, দেশি মাছেরও অভাব দূর হবে। ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, পৌরসভার আবর্জনা ফেলার নিজস্ব জায়গা না থাকায় নদীতে ফেলা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করার। সেটি সম্ভব হলে নদীতে আর ময়লা ফেলতে হবেনা।
শিরোনাম
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি