রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ঈদযাত্রায় দৌলতদিয়া ফেরিঘাটে স্বাগত জানাবে কৃষ্ণচূড়া

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

ঈদযাত্রায় দৌলতদিয়া ফেরিঘাটে স্বাগত জানাবে কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়ার রাঙ্গা মঞ্জরি কর্ণে-আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে’- কাজী নজরুল ইসলামের এ মনোমুগ্ধকর গানে আমরা উপলব্ধি করি কৃষ্ণচূড়ার সৌন্দর্য। দরজায় কড়া নাড়ছে ঈদ। এরই মধ্যে শুরু হয়েছে নাড়ির টানে বাড়ি আসার প্রস্তুতি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট পার হয়ে লাখ লাখ যাত্রী বাড়ি আসবেন। গ্রীষ্মের এ সময়ে দেশের বিভিন্ন জায়গায় রঙিন করেছে কৃষ্ণচূড়া। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৫নং ফেরিঘাট থেকে শুরু হওয়া বাইপাস সড়ক থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ট্রাক টার্মিনালের দুই পাশ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ফুটে রয়েছে কৃষ্ণচূড়া। ফেরিঘাট থেকে ঈদযাত্রায় যেন স্বাগত জানাবে কৃষ্ণচূড়া। এ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানের যানবাহন অথবা হেঁটে আসা যাত্রীদের যেন স্বস্তি এনে দেবে কৃষ্ণচূড়া। কেউ মুঠোফোন দিয়ে ক্যামেরাবন্দি করবেন স্বল্প সময়ের এ যাত্রাটুকু। ফেরিঘাট থেকে অনেক যাত্রী যখন হেঁটে বাস টার্মিনালে এসে যানবাহনের সিটে বসার ভাগ্য হবে, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলবে ঈদযাত্রায় স্বাগতম কৃষ্ণচূড়া। গতকাল সকালে দৌলতদিয়ার বাইপাস সড়কে আসা মহুয়া বিশ্বাস বলেন, ঢাকা থেকে আমাদের আগেভাগেই বাড়ি যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। বাইপাস সড়কের কৃষ্ণচূড়া ফুলগুলো দেখলাম। ছবি তুললাম।

সত্যি এ সড়কের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। হানিফ পরিবহনের চালক মো. রিয়াজ হায়দার বলেন, ফেরিঘাট থেকে সব বাস এ বাইপাস সড়ক দিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে। আমরা তো প্রতিনিয়ত এ সড়ক ব্যবহার করি। এবারের ঈদযাত্রীর সঙ্গে এ কৃষ্ণচূড়া আলাদা তৃপ্তি এনে দেবে বাসযাত্রীদের। রাজবাড়ী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল বলেন, এরই মধ্যে অনেক যাত্রী ওই পথ ধরে বাসে দেশের বিভিন্ন স্থানে  যাচ্ছে। কৃষ্ণচূড়া আমরা বাঙালি জাতি। সব সময় সৌন্দর্যপ্রিয়। ফেরিঘাটের বাইপাস সড়কের দুই ধারের এ কৃষ্ণচূড়া সত্যি স্বাগত জানাবে কৃষ্ণচূড়া। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোশেন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, এবারের ঈদযাত্রায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ২১টি ফেরি চলাচল করবে। সবকিছু ঠিক থাকলে এ বছর ভোগান্তি কম হবে। তবে একসঙ্গে ঢাকা ছাড়া থেকে বিরত থাকার পরামর্শ দেন এ কর্মকর্তা।

সর্বশেষ খবর