সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

বারি পিঁয়াজ চাষে সফলতা

ভোলা প্রতিনিধি

ভোলায় এবারই প্রথম বারি জাতের পিঁয়াজ চাষ করে সফলতা পেয়েছেন ১০ কৃষক। তাদের দাবি দেশি জাতের পিঁয়াজের চেয়ে আকারে অনেকটা বড় এবং কম খরচে অল্প দিনে বিক্রি উযুক্ত হওয়ায় বেশ লাভবান তারা। এ ছাড়াও দেখতে সুন্দর হওয়ায় বাজারে বারি পিঁয়াজের চাহিদা বেশি। তাই পাইকারি ও খুচরা বাজারে দামও পাচ্ছেন ভালো। কৃষকরা জানান, ভোলার বিভিন্ন চরাঞ্চলে প্রতি বছরের মতো এ বছরও পিঁয়াজের চাষ হয়েছে। তবে এ বছর ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন বিভাগ, ভোলা’-এর সহযোগিতায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ভোলা সদর, দৌলতখান ও চরফ্যাশন এই তিন উপজেলার বিভিন্ন চরাঞ্চলে বারি পিঁয়াজ-৪ ও বারি পিঁয়াজ-৬ চাষ করেছেন ১০ জন কৃষক। আর কম খরচে মাত্র ৯০ থেকে ১০০ দিনের মধ্যে খেতের পিঁয়াজ বড় হয়ে বিক্রি উপযোগী হওয়ায় ব্যাপক খুশি কৃষকরা। তাদের দাবি দেশি পিঁয়াজের চেয়ে বারি পিঁয়াজ খুব তাড়াতাড়ি বড় হয়। আকারে বড় হওয়ায় বাজারে এর চাহিদা বেশি ও দামও ভালো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর