মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

বাজেটে আদিবাসীদের বিশেষ বরাদ্দ দাবি

গাইবান্ধা প্রতিনিধি

জাতীয় বাজেটে দেশের দলিত ও সমতলের আদিবাসীদের উন্নয়নের জন্য আলাদা বরাদ্দ রাখা এবং  রাষ্ট্রীয় উদ্যোগে দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর কর্মসংস্থান, স্বাস্থ্য সেবা, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, শিক্ষা, ভাষা ও সংস্কৃতি উন্নয়নের দাবি জানান হয়েছে। গতকাল গাইবান্ধায় ‘জাতীয়  বাজেট : দলিত ও সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠী’ শিরোনামে মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। গাইবান্ধার নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ মতবিনিময় সভার আয়োজন করে। বক্তারা বলেন, বাংলাদেশে দলিত ও সমতলের আদিবাসীদের বিরাট সংখ্যক নাগরিক অনেক রকম ন্যায্য সুযোগের অভাবে আর দশজনের থেকে পিছিয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে যেমন তারা পিছিয়ে, তেমনি পিছিয়ে মৌলিক মানবাধিকার থেকেও। সমাজে প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, ভূমির অধিকারপ্রাপ্তি এবং রাষ্ট্রীয় সেবাগুলো থেকেও তারা বঞ্চিত। এমনকি নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে সামাজিক ও সাংস্কৃতিকভাবে তাদের অত্যন্ত অমর্যাদাকর আচরণের মুখোমুখি হতে হয়।

সর্বশেষ খবর