শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে আম বেচাকেনা শুরু

মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে আম বেচাকেনা শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলার তৃতীয় বৃহত্তম আমবাজার গোমস্তাপুর উপজেলার রহনপুরে গতকাল থেকে বাণিজ্যিকভাবে আম বেচাকেনা শুরু হয়েছে। কিন্তু জেলার বৃহৎ আমবাজার কানসাট ও ভোলাহাটে এখনো আম বেচাকেনা শুরু হয়নি আম না পাকার কারণে। তবে এসব এলাকায় আমবাজারে আসতে আরও ৮/১০ দিন সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে আম মৌসুমের প্রথম দিন রহনপুর আমবাজারে গুটি ও কিছু গোপালভোগ জাতের আম দেখা গেছে। শুরুতেই প্রতি মণ গোপালভোগ আম বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২ হাজার টাকা মণ দরে। আর গুটি জাতের আম বিক্রি হচ্ছে এক হতে দেড় হাজার টাকা মণ দরে। তবে অন্যান্য জাতের আম পরিপক্ব না হওয়ায় বাজার এখনো তেমন জমে ওঠেনি। আম ব্যবসায়ীরা মনে করছেন, আর কিছুদিনের মধ্যে বিভিন্ন জাতের আম বাজারে আসতে শুরু করলে জমে উঠবে আমবাজার। চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এর মধ্যে গোমস্তাপুর উপজেলায় ৪ হাজার ২০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এ বছর এখানে প্রায় ৭০টির অধিক আড়তে আম কেনাবেচা চলবে বলে জানান আম আড়তদার সমিতির নেতারা। এদিকে আমচাষি আবদুল বারি বলেন, চলতি মৌসুমে আমের ছোট গাছগুলোতে ফলন ভালো হয়েছে। এ ছাড়া প্রাথমিক অবস্থায় আমের দর ভালো রয়েছে। আমের ফলন অনুপাতে বাজার দর ভালো থাকলে লাভবান হতে পারবেন বলে মনে করেন তিনি। অন্যদিকে আড়তদার ইমাম হোসেন রিফাত বলেন, গত বছর চরম করোনাকালেও আমের বেচাকেনাতে তেমন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। এবারেও আশা করা যায় কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আম বেচাকেনা চলবে এবং চাষিরা আম বিক্রি করে আশানুরূপ দাম পাবেন।

এদিকে উপজেলা কৃষি অফিসার তানভির আহম্মেদ সরকার জানান, বৈরী অবস্থার কারণে পাকতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। তাই আমচাষিরা বাজারজাত শুরু করেছেন। তবে বাজার মনিটরিং করা হচ্ছে যাতে কেউ বাজারে অপরিপক্ব আম বাজারজাত করতে না পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর