বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

ব্রিজের অভাবে দুর্ভোগে সাত গ্রামের মানুষ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ব্রিজের অভাবে দুর্ভোগে সাত গ্রামের মানুষ

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার স্থানীয়দের -বাংলাদেশ প্রতিদিন

মাদারগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের সাত গ্রামের প্রায় ১০ হাজার মানুষ একটি সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছেন। উপজেলার কয়ড়া বাজার ভায়া ফুলারপাড়া হয়ে খামার মাগুড়া চলাচলের সড়কে যমুনা নদীর শাখার এই খালের ওপর ১০০ মিটার নির্মিত কাঠের সাঁকোটি জরাজীর্ণ হয়ে পড়েছে। জোড়খালি ও আদারভিটা ইউনিয়নের সাত গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো দিয়ে চলাচল করেন।

ফুলারপাড়া গ্রামের হেলাল উদ্দিন জানান, এলাকাবাসীর চাঁদার টাকায় এই কাঁঠের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। ছয় মাস পরপর মেরামত করতে হয়। অনেকে পারাপারের সময় পড়ে গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু রোগী হাসপাতালে নিতে না পারায় মৃত্যুর ঘটনা ঘটেছে। জোড়খালি ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, এই স্থানে একটি ব্রিজের অভাবে ফুলারপাড়া, খামার মাগুড়া, পাটাদহ, কয়ড়া, গজারিয়া, চর জামিরা, চর রুহাসহ কয়েকটি গ্রামের মানুষের ভোগান্তি পোহাতে হয়। খামার মাগুড়া গ্রামের সাবেক মেম্বার বেলাল হোসেন বলেন, বর্ষা মৌসুমে খালটিতে স্রোত থাকে এবং সাঁকোটি তলিয়ে যায়। তখন লোকজনের চলাচল বন্ধ হয়ে যায়। কৃষক  সুজা মিয়া বলেন, একটি ব্রিজ না থাকায় কৃষি পণ্য বহন করতে না পারায় সঠিক মূল্য পাওয়া যায় না। ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা বলেন, স্থানীয় সংসদ সদস্য মির্জা আজম বিষয়টি অবগত আছেন। দ্রুত সময়ের মধ্যে এ এলাকার মানুষের চাহিদা পূরণ হবে।

সর্বশেষ খবর