শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন হচ্ছে : শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ তৈরি করার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে। একটা সময় ছিল একই স্টেডিয়ামে সব খেলা হতো। এখন সেই অবস্থা নেই। বিভিন্ন খেলার জন্য আলাদা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। শরীয়তপুরের নড়িয়ার বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল স্কুলমাঠে আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপমন্ত্রী বলেন, খেলা যেমন মানুষের মন সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথ করে দেয় সুন্দর। সুস্থ দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে। এই মন আর এদিক-ওদিক যাবে না। এখন সমাজে একটা সাংঘাতিক অসুস্থতা দেখা যাচ্ছে- যেমন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি।

এসব মানুষের মন-মানসিকতা একেবারে নষ্ট করে দিচ্ছে। কলুষিত করছে সমাজ। এখান থেকে যুব-সমাজকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য খেলাধুলার বিকল্প নেই।

সর্বশেষ খবর